সংক্ষিপ্ত

  • তৃতীয় বার বাবা হয়ে অনুভুতি শেয়ার করলেন অভিনেতা
  • সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন ছবি
  • জানালেন তাঁর ছেলের নাম
  • ভক্তদেরকে ধন্যবাদ জানালেন তিনি

গার্লফ্রেন্ড সন্তানসম্ভবা থেকে শুরু, তারপর থেকেই একের পর এক খবরের শিরোনামে উঠে এসেছে অর্জুন-গ্যাব্রিয়েলা জুটির খবর। বিবাহ বিচ্ছেদের পরই শোনা যায় অর্জুন রামপাল নয়া সম্পর্কে পাড়ি জমিয়েছেন। কিন্তু তখনও ধোঁয়াশা ছিল তাঁর গার্লফ্রেন্ড কে তা নিয়ে। তবে গ্যাব্রিয়েলা সম্ভান সম্ভবা হওয়ার পর থেকেই প্রকাশ্যে এসেছিল তাঁদের সম্পর্কের কথা। 

এরপরই বিটাউনে সুখবর শোনালো গ্যাব্রিয়েলা। সম্প্রতিই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। তৃতীয়বার বাবা হলেন অর্জুন রামপাল। আগের পক্ষের দুই মেয়েকে নিয়েই দেখতে গিয়েছিলেন গ্যাব্রিয়েলাকে। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যেই জানিয়েছিলেন তাঁর পুত্র সন্তান হওয়ার খবর। গ্যাব্রিয়েলার মা জানিয়েছিলেন তাঁর মেয়ে আগে থেকেই ভেবে রেখেছিল তাঁদের সন্তানের নাম কী হবে। তবে এবার সেই নামই প্রকাশ্যে এল।

 

View post on Instagram
 

 

অন্দুন রামপাল ছেলের সঙ্গে ছবি দিয়ে সকলের উদ্দেশে লিখলেন হ্যালো বলুন বেবি আরিক রামপালকে। সঙ্গে বাবা হওয়ার অনুভুতিও শেয়ার করেন তিনি। জানান, তাঁদের জীবনে এক রামধনুর মতন এসেছে আরিক। ছোট রামপালকে স্বাগত। সকলের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদও জানান তিনি।