Asianet News Bangla

বলিউডের 'খিলাড়ি' এবার ভিলেন, জোর জল্পনা বি-টাউনে

  • বলিউডের খিলাড়ি নামটা শুনলেই উন্মাদনার পারদ যেন কিছুটা হলেও বেড়ে যায়
  • এবার তাকে দেখা যাবে ভিলেনের চরিত্রে
  • সোশ্যাল মিডিয়াতেও এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে
  • আপাতত এই মুহূর্তে বেশ কয়েকটি ছবিও রয়েছে তার ঝুলিতে
Bollywood actor Akshay kumar will be seen as a villain in dhoom 4
Author
Kolkata, First Published Feb 5, 2020, 11:00 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

বলিউডের খিলাড়ি নামটা শুনলেই উন্মাদনার পারদ যেন কিছুটা হলেও বেড়ে যায়।  একের পর এক ব্লকবাস্টার ছবি দিয়ে বলিউডে হিটের তকমা ধরে রেখেছেন অক্ষয় কুমার। কখনও হাস্যকৌতুক ছবি আবার কখনও  সিরিয়াস চরিত্রে অভিনয় করে  তিনি বাজিমাত করেছেন। এবার তাকে দেখা যাবে ভিলেনের চরিত্রে।  'ধুম ৪' ছবি নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। একের পর এক তারকার নাম উঠে এসেছে। জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খানের পর এবার কার পালা। সেই নিয়েই কৌতুহলের শেষ নেই। 

আরও পড়ুন-কেন কাশ্মীরীদের উপরেই এত নিষেধাজ্ঞা, নেটদুনিয়ায় সরব জায়রা...

'ধুম ৪' সিক্যুয়েলের কথা ঘোষণা হওয়ার পর থেকেই রণবীর সিং, রাণবীর কাপুর , শাহরুখ খান,  এমনকী সলমন খানেরও নাম উঠে এসেছিল।  এবার সেই তালিকায় নয়া সংযোজন অক্ষয় কুমার। শোনা যাচ্ছে, 'ধুম ৪' ছবিতে ভিলেনের চরিত্রে দেখা যেতে পারে বলিউডের খিলাড়িকে। সোশ্যাল মিডিয়াতেও এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে।

আরও পড়ুন-বিগবসের ঘরে কালা জাদু, বিস্ফোরক মন্তব্য দেবলিনার...  

টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে,  'সব জল্পনার অবসান ধুম৪-এ অক্ষয়  থাকছেন। এখন শুধু বাকি অফিসিয়ালি ঘোষণার।' ব্যস। এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় হৈচৈ শুরু হয়ে গেছে। নেটিজেনরাও এই নিয়ে প্রচন্ড উচ্ছ্বসিত। আপাতত এই মুহূর্তে বেশ কয়েকটি ছবি অক্ষয়ের হাতে রয়েছে।  উল্লেখ্য, রোহিত শেট্টির 'সূরবংশী' সিনেমায় অক্ষয় কুমারকে দেখা যাবে। সেই ছবিতে অক্ষয়ের বিপরীতে ক্যাটরিনা কাইফকে দেখা যাবে। এছাড়াও 'বেল বোটম', 'পৃথ্বিরাজ', 'লক্ষ্মী বোম' -এর মতো ছবিও রয়েছে তার ঝুলিতে।


 

Follow Us:
Download App:
  • android
  • ios