সংক্ষিপ্ত

  • মৃত্যুর ঠিক ৪০ দিনের মাথায় মুক্তি পেল অভিনেতার শেষ ছবি দিল বেচারা
  •  সম্প্রতি শুটিং সেটে সুশান্তের সঙ্গে বাবা সইফের একটি ছবি শেয়ার করেছেন সারা
  • দুজনের মধ্যেই অনেক মিলও রয়েছে বলে জানিয়েছেন সারা
  • সারাকে অভিনয় শেখানোর পিছনেও সুশান্তের অনেক অবদান রয়েছে 

অধীর আগ্রহে প্রহর গোনার দিন শেষ সুশান্ত ভক্তদের। সুশান্তের শেষ ছবি 'দিল বেচারা' গতকালই  মুক্তি পেয়েছে ওটিটিতে। শেষবারের মতো রূপোলি পর্দায় জ্বলজ্বল করে উঠেছে সেই হাসিমাখা মলিন মুখ, সহজাত অভিনয়।  ছবি মুক্তির আনন্দের সঙ্গে, তার চেয়ে অনেক বেশি কষ্টের প্রিয় তারকাকে হারানোর যন্ত্রণা। মৃত্যুর ঠিক ৪০ দিনের মাথায় মুক্তি পেল অভিনেতার শেষ ছবি 'দিল বেচারা'। ওটিটি প্ল্যাটফর্মে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এই ছবি। প্রয়াত অভিনেতার সঙ্গে পতৌদির নাতনি সারা আলি খানের সম্পর্কটাই আলাদা। কারণ সইফ কন্যার সারার বলিউড জার্নিই শুরু হয়েছিল সুশান্তের সঙ্গে।  সম্প্রতি প্রয়াত অভিনেতার শেষ ছবি সেলিব্রেট করতে গিয়ে বেশ কয়েকটি অদেখা ছবি শেয়ার করেছেন সারা আলি খান। 

আরও পড়ুন-এই উত্তরটা দিয়েই মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছিলেন প্রিয়ঙ্কা, ফাঁস করলেন নিজেই...

সুশান্তের শেষ ছবি যেন ইতিহাসের পাতায় এক মাইলফলক হয়ে রয়েছে।  'দিল বেচারা' ছবিতে সইফ আলি খানকেও দেখা গেছে। সম্প্রতি শুটিং সেটে সুশান্তের সঙ্গে বাবা সইফের একটি ছবি শেয়ার করেছেন সারা। তার সঙ্গেই নজরকাড়া ক্যাপশনে লিখেছেন, দুই জেন্টলম্যানের কাছেই শুনেছি টেলিস্কোপ, গিটার, ভ্যান গঘ, সারত্রে, সুমেরু প্রভা, ক্রিকেট, পিঙ্ক ফ্লয়েড,  নুসরত সাব ও অভিনয়ের টেকনিকের কথা।  দুজনের মধ্যেই অনেক মিলও রয়েছে বলে জানিয়েছেন সারা। দেখে নিন ছবিটি,

 

View post on Instagram
 

 

একদিকে সারার প্রথম সিনেমার নায়ক সুশান্ত সিং রাজপুত। আবার অন্যদিকে সারার বাবা সইফ আলি খানের সঙ্গে শেষ সিনেমা সুশান্তের। কিছুদিন আগেই সুশান্তের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করেছিলেন সইফ। বুদ্ধিদীপ্ত, শান্ত স্বভাবের ছেলেছির প্রশংসায় পঞ্চমুখ ছিল সইফ।  অন্যদিকে সুশান্তের মৃত্যুর পর সারাও নিজের মনের কথা শেয়ার করেছিল,

 

View post on Instagram
 

 

নিজের প্রথম ছবির অভিজ্ঞতা শেয়ার করে সারা জানিয়েছেন, সুশান্ত ছিল বলেই তিনি অভিনয়টা ঠিকমতো করতে পেরেছিলেন। সুশান্ত অনেকটাই সাহায্য করেছিল। আমার ভাঙা হিন্দি বলাও সুশান্ত শিখিয়েছিল। অভিনয় শেখানোর পিছনেও ওর অনেক অবদান রয়েছে।