বলিউডের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে যেন ভেঙে পড়েছে গোটা দেশ। প্রয়াত কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে শোকপ্রকাশ পার্ণো মিত্রর,
- Home
- Entertainment
- Bollywood
- RIP Dilip Kumar Live Update: প্রয়াত কিংবদন্তি সুপারস্টার দিলীপ কুমার, শোকস্তব্ধ গোটা দেশ
RIP Dilip Kumar Live Update: প্রয়াত কিংবদন্তি সুপারস্টার দিলীপ কুমার, শোকস্তব্ধ গোটা দেশ

৯৮ বছর বছর বয়েসে প্রয়াত অভিনেতা দিলীপ কুমার। ভারতীয় সিনেমায় এক যুগের সমাপ্তি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বুধবার সকালেই ভারতীয় চলচ্চিত্র জগতে নেমে এলো শোকের ছায়া। ইন্দ্রপতন সিনেদুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় শোকবার্তার বন্যা।
কিংবদন্তি দিলীপ কুমারের মৃত্যুতে শোকপ্রকাশ পার্ণো মিত্রর
দিলীপ কুমারের মৃত্যু শোকপ্রকাশ অনিল-শাহরুখের
বিকেল ৪ টায় ট্র্যাজেডি কিং দিলীপ কুমারের শেষকৃত্য সম্পন্ন হবে
প্রয়াত হলেন বলিউডের ট্র্যাজেডি কিং দিলীপ কুমার।কফিন বন্দি হয়েই মৃতদেহ আনা হবে পালি হিলের বাড়িতে। বুধবার বিকেল ৪ টায় প্রবীণ অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। জুহুতেই সমাধিস্থ করা হবে অভিনেতাকে।
শোকজ্ঞাপন করলেন অমিতাভ বচ্চন
বলিউডে এক অধ্যায়ের অবসান, ভারতীয় সিনেমায় সবসময় থেকে যাবে দিলীপ কুমারের আগের সফর, পরের সফর।
শোকজ্ঞাপন করলেন মধুর ভান্ডারকর
মধুর ভান্ডারকর শোকজ্ঞাপন করে লিখেছেন- অতি দুঃখজনক খবর, এক কিংবদন্তি অভিনেতার চলে যাওয়া।
শোকবার্তা মনোজ বাজপেয়ীর
মনোজ বাজপেয়ী সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা শেয়ার করে লেখেন- আপনার মত আর কেউ নেই। আপনার যাত্রা শুভহোক।
দিলীপ কুমারের চলে যাওয়া এক মহীরুহের পতন- মমতা বন্দ্যোপাধ্যায়
দিলীপ কুমারের প্রয়াণ ভারতীয় সিনেমা জগতে এক মহীরুহের পতন, শোকজ্ঞাপনে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
দিলীপ কুমারের প্রয়াণে শোকজ্ঞাপন রাষ্ট্রপতির
বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের প্রয়াণে শোকজ্ঞাপন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
দিলীপ কুমারের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করলেন প্রসেনজিত
শোকবার্তা ভেঙ্কাইয়া নাইডুর
অভিনেতা ও রাজ্যসভার সদস্য দিলীপ কুমারের মৃত্যুতে শোকবার্তা ভেঙ্কাইয়া নাইডুর, ভারতীয় চলচ্চিত্র জগত হারালো এক বড় অভিনেতাকে।
শোকবার্তা শেয়ার করলেন নভিন পটনায়ক
নভিন পটনায়ক সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন করেন দিলীপ কুমারের প্রতি। পরিবারের প্রতি জানান সমবেদনাও।
শোকবার্তা অরিন্দম শীলের
ভারতীয় সিনেমা জগতে দুঃখের দিন, সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা শেয়ার করে লিখলেন পরিচালক অরিন্দম শীল।
হেমন্ত সোরেনের শোকবার্তা
দিলীপ কুমারের মৃত্যুতে শোকের ছায়া, হেমন্ত সোরেন এদিন লেখেন, তাঁর বন্ধু, পরিবার আর অগুন্তি ভক্তদের প্রতি আমার সমবেদনা।
শোকবার্তা মুক্তার আব্বাস নভীর
মুক্তার আব্বাস নভীর সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লেখেন, এই দেশের এক বড় ক্ষতি, এই দেশ হারালো এক কিংবদন্তি অভিনেতা ও একজন ভালো মানুষকে।
শোকজ্ঞাপনে ইরফান হাবিব
সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করে তিনি লেখেন, দিলীপ কুমার কেবল খুব ভালো অভিনেকতাই ছিলেন না, পাশাপাশি তিনি ছিলেন সাহিত্যেও দক্ষ। বিশেষ করে উর্দু ও ইংরেজি কাব্যে। সত্যি খুব বড় ক্ষতি।
পরিবারের প্রতি সমবেদনা মনোজ যোশীর
সকলের ন্যায় একই সুরে মনোজ যোশীর গলাতেও বেদনার সুর, তিনি লিখলেন, এই খবরে তিনি ভেঙে পড়েছেন, ভারতীয় সিনেমা জগতের খুব বড় অভিনেতা তিনি। তাঁর পরিবারের প্রতি সমবেদনা
শোকবার্তা অজয় দেবগণের
দিলীপ কুমারের মৃত্যুতে শোকবার্তা অজয় দেবগণের। লিখলেন, অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে, কিছু ব্যক্তিগত, কিছু মঞ্চের, কোনও কিছুই এই শোককে মেনে নিতে শক্তি যোগায় না, তিনি ছিলেন এক ইনস্টিটিউশন।
শোকবার্তা অক্ষয় কুমারের
শোক বার্তা শেয়ার করে অক্ষয় কুমার লিখলেন, অনেকের কাছে অনেক অভিনেতা আছে, তবে অভিনেতাদের কাছে তিনি ছিলেন অভিনেতা।
প্রয়াত দিলীপ কুমার, শোকবার্তা মোদীর
বলিউডে তারকা পতন, কিংবদন্তি সুপারস্টার দিলীপ ঘোষের মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী। লিখলেন তিনি সর্বদা স্মৃতিতে সুপারস্টার হয়েই থাকবেন।