সংক্ষিপ্ত
- শোকের ছায়া বিটাউনে
- বুধবার সকালেই প্রয়াত দিলীপ কুমার
- ভারতীয় চলচ্চিত্র জগতে বড় ক্ষতি
- শোকবার্তায় ভরে উঠল সোশ্যাল মিডিয়ার পাতা
বেশ কয়েকদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন দিলীপ কুমার। ভর্তি ছিলেন হাসপাতালে। তবে শেষ সময় চিকিৎসা. সাড়াও দিচ্ছিলেন তিনি। কয়েকদিনের মধ্যেই ছুটি হয়ে য়াওয়ার কথা, তবে এবার দিলীপ কুমার জীবনের জার্নি থেকেই ছুটি নিলেন। সিনেজগতকে কাঁদিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন তিনি।
অজয় দেবগণের কথায়, দিলীপ কুমারের মৃত্যুতে শোকবার্তা অজয় দেবগণের। লিখলেন, অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে, কিছু ব্যক্তিগত, কিছু মঞ্চের, কোনও কিছুই এই শোককে মেনে নিতে শক্তি যোগায় না, তিনি ছিলেন এক ইনস্টিটিউশন। একই সুরে পরিবারের প্রতি সময়বেদনা জানিয়ে টুইট করেছেন অক্ষয় কুমার।
মনোজ বাজপেয়ী সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা শেয়ার করে লেখেন- আপনার মত আর কেউ নেই। আপনার যাত্রা শুভহোক।
মধুর ভান্ডারকর শোকজ্ঞাপন করে লিখেছেন- অতি দুঃখজনক খবর, এক কিংবদন্তি অভিনেতার চলে যাওয়া।
শ্রদ্ধা জানিয়ে টুইট করেন জ্যাকি শ্রফ-
শোকবার্তা শেয়ার করেন অমিতাভ বচ্চন, জানান, একজন ইনস্টিটিউশন, এক অধ্যায় দিলীপ কুমার।
এছাড়াও বহু তারকা একের পর এক পোস্ট করে চলেছেন নেট দুনিয়ায়। ভারতীয় চলচ্চিত্র জগতের এক অধ্যায়ের অবসান।