সংক্ষিপ্ত

  • আইনি জটে আবারও ফাঁসলেন কঙ্গনা
  • বলিউড কুইন ছড়াচ্ছেন সাম্প্রদায়িক বিদ্বেষ
  • আদালতে অভিযোগ ক্ষতিয়ে দেখে আফআইআরের নির্দেশ
  • কঙ্গনার সঙ্গে এবার নাম জড়ালো দিদি রঙ্গোলির

কঙ্গনা রানাওয়াত এবার ফাঁসলেন আইনি জটে। একের পর এক ঝড়, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছেন কঙ্গনা রানাওয়াত। এবার উঠে এলো সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগ। এক ব্যক্তি কঙ্গনার টুইটের স্ক্রিনশর্ট নিয়ে তার ভিত্তিতেই অভিযোগ দায়ের করেন। যা ক্ষতিয়ে দেখার পর এবার এফআইআর দায়ের করার নির্দেশ দিল আলাতল। 

বান্দ্রা মেট্রোপলিটন আদালত এক ব্যক্তি কঙ্গনার সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে হাজির। সেখানেই ধর্ম ও সাম্প্রদায়িক বিদ্বেষকে উষ্কে দেওয়া পোস্ট নজরে আসে সকলের। কঙ্গনা রানাওয়াত বরাবরই তাঁর বিতর্কিত মন্তব্যের জেরে সমালোচনার শিকার হয়ে থাকে। এবার তার ব্যতিক্রম হল না। সুশান্তের মৃত্যুর পর থেকেই তিনি নেট দুনিয়াতে ভাইরাল। একের পর এক পোস্ট ঘিরে উঠছে সমালোচনার ঝড়। এবার কঙ্গনার বিরুদ্ধে ধর্ম নিয়ে বিভেদ ছড়ানোর অভিযোগ এলো সামনে। 

বিষয়টি বিস্তারিতভাবে ক্ষতিয়ে দেখে এবার আফআইআর দায়ের করার নির্দেশ দেওয় হল বান্দ্রা মেট্রোপলিটন আদালতের পক্ষ থেকে। ধারা ২৯৫, ১৫৩ এ ও আইপিসির ১২৪ এ (রাষ্ট্রদ্রোহিতা) অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে। এরসঙ্গে নাম জড়িয়েছে তাঁর দিদি রঙ্গোলী চান্দেলেরও। কারণ তিনিও কঙ্গনার ম্যানেজার। ফলে সোশ্যাল পোস্টের দায় খানিক হলেও তাঁর বর্তায়। মেট্রোপলিটন ম‍্যাজিস্ট্রেট জয়দেব খুলে তাঁর আদেশে জানিয়েছেন, বিষয়টি যেন ক্ষতিয়ে দেখা হয়।