Asianet News BanglaAsianet News Bangla

করোনার ভয়কে জয় দীপিকার, পাড়ি দিলেন নিউ নর্মালে

  • করোনাকে আর ভয় নয়
  • নিউ নর্মালে পাড়ি দিলেন দীপিকা পাডুকোন
  • লকডাউনের পড়ে থাকা কাজকেই এগিয়ে নিয়ে যাবেন তিনি
  • বাইরে বেরিয়ে শুরু করবেন নিজের কাজ 
New normal has been started for Deepika Padukone ADB
Author
Kolkata, First Published Sep 7, 2020, 11:59 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

করোনার ভয় কাটেনি একাধিক মানুষের। তাদের মধ্যে ছিলেন দীপিকা পাডুকোনও। এতদিন সমস্ত কাজ বন্ধ ছিল লকডাউনের জেরে। তবুও ডিজিটাল মাধ্যমেই চলছিল কাজ এগোনো। লকডাউনের মধ্যেও বিভিন্ন স্ক্রিপ্ট রিডিং এবং মিটিংয়ে উপস্থিত ছিলেন দীপিকা। 

আরও পড়ুনঃদুবাই ঘুরতে গিয়ে 'ঝাঁপ' এনা সাহার, ভিডিও দেখে আঁতকে উঠল নেটদুনিয়া

এবার করোনার ভয় কাটিয়ে সোজা ময়দানে নামছেন দীপিকা। এতদিন অন্যান্য তারকারা কাজ শুরু করলেও দীপিকা ছিলেন বাড়িতেই। অনলাইনে যতখানি সম্ভব কাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে এবারে আর বাড়িতে নয় শ্যুটিং, বিজ্ঞাপনের কাজ সব কিছুই পড়ে রয়েছে গত পাঁচ-ছয় মাস ধরে। যার জেরে নিউ নর্মালে ফিরছেন তিনি। শীঘ্রই গোয়ায় পাড়ি দেবেন দীপিকা। 

আরও পড়ুনঃমনামির জীবনযাপনের বড় রহস্য ফাঁস, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

তবে তার আগে শেষ করবেন অসম্পূর্ণ বিজ্ঞাপনের বিভিন্ন কাজ। ছবির শ্যুটিংয়ে ফেরার আগে তিনি বিজ্ঞাপনের কাজগুলি সেরে নিতে চান। লকডাউনে বেশ বডড ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন দীপিকা। তাই সেসব কাজই আগে সেরে ফেলতে চান বলি নায়িকা। গোয়ায় যাবেন পরিচালক শকুন বত্রার আগামী ছবির জন্য। প্রভাসের সঙ্গেও একটি ছবিতে কাজ করতে চলেছেন দীপিকা। বিভিন্ন ভাষায় তৈরি হবে সেই ছবি। ছবির পরিচালনায় থাকছেন নাগ অশ্বিন।   

বন্দিশ ব্যান্ডিটস ওয়েব সিরিজের হিরো ঋত্বিক ভৌমিকের বাংলা সাক্ষাৎকার দেখতে ক্লিক করুন নিচের ভিডিওতে

"

Follow Us:
Download App:
  • android
  • ios