রাত পোহালেই মুক্তি পাবে সড়ক ২ ট্রেলার খবর প্রকাশ্যে আসতেই ট্রোলের মুখে স্টারকিড আরও একবার ট্রোলে ভরল নেটদুনিয়া ছব ঘিরে বাড়ছে ধোঁয়াশা

মহেশ ভাটের ছবি সড়ক ২, ২০১৯ থেকেই এই ছবি ট্রেন্ড হচ্ছে নেট দুনিয়ায়। কদিন আগেই সামনে এসেছে ছবির প্রথম পোস্টার। এবার সামনে এলো ছবির লুক পোস্টার। তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই আবারও ট্রোলের শিকার মহেশ কন্যা। নেপোটিজম ও স্বজনপোষণ নিয়ে একের পর এক আক্রমণের শিকার হতে হয় আদিত্য রায় কাপুরকে ও আলিয়া ভাটকে। রাত পোহালেই মুক্তি পাবে ট্রেলার। এরই মাঝে আবারও সোশ্যাল মিডিয়ায় উঠল বয়কটের ডাক। 

আরও পড়ুনঃ সমুদ্র সৈকতে বিলাস বহুল ফ্ল্যাট, প্রাক্তন স্ত্রীকে নিয়েই কাটছে হৃত্বিকের লকডাউন, দেখুন ছবি

Scroll to load tweet…

সোশ্যাল মিডিয়ায় সোমবার দুপুরেই এলো খবর। পাশাপাশি এদিন সামনে আসে ছবিতে তিন তারকার প্রথম লুকও, আলিয়া সঞ্জয় দত্ত ও আদিত্য রায় কাপুর। যদিও সঞ্জয় দত্তকে কেউ ট্রোলের তালিকাতে রাখলেন না এদিন। 

Scroll to load tweet…

বিগ বাজেটের ছবির প্রস্তাব হাতে পাওয়ার পরই ভাগ্য ফেরার কথা ভেবেছিলেন আদিত্য রায় কাপুর। কিন্তু বর্তমানে সেই ছবি ট্রোলের শিকার। একাধিক পোস্টে সোমবার ভরে উঠল সোশ্যাল মিডিয়ার পাতা। আবারও উঠল বয়কটের ডাক।

Scroll to load tweet…

ছবির সঙ্গে জড়িত তিন নামেই মূল সমস্যা নেটজেনদের। আদিত্য রায় কাপুর স্বজন পোষণের জন্যে, আলিয়া ভাট স্টারকিড ও মহেশ ভাটের নাম জড়িয়ে সুশান্তের সঙ্গে, ফলে ক্ষোভে ফুঁসছে নেট মহল। ছবির মুক্তি চলতি মাসের ২৮ তারিখে।