সংক্ষিপ্ত
- মানুষের মধ্যে বেড়ে ওঠা কিছু স্বভাব পরিবর্তনের উপদেশ দিলেন অভিনেতা
- কিভাবে গড়ে উঠবে প্রকৃত সমাজ তার প্রথম ধাপ দেখান তিনি
সমাজের নানা স্তরের সমস্যাগুলো একে একে তুলে ধরছেন ইদানিং অভিনয় জগতের ব্যক্তিত্বরা। সে ছবির পটভূমিতেই হোক, বা নিজের সোশ্যাল পেজের মাধ্যমেই হোক। মানুষের কাছে তাঁরা প্রতিনিয়ত পৌঁচ্ছে দিতে চাইছেন এমন কিছু বার্তা যা মানুষকে এক ধাপ পূর্ণ ভবিষ্যতের দিকে এগিয়ে দিতে সাহায্য করছে।
ক্যালেন্ডারের পাতায় থাকা বিভিন্ন বিশেষ দিনের উৎসব পালন বা সমাজে বহু চর্চিত কোনও ঘটনা, সব ক্ষেত্রেই নিজের মতামত সকলের সামনে তুলে ধরছেন বিনোদন জগতের সঙ্গে যুক্ত থাকা তারকারা। ভক্তদের মধ্যে গড়ে তুলতে হবে সচেতনতা, বদলাতে হবে সামাজিক দৃষ্টিভঙ্গি। এই বিষয় নির্ভর করেই সম্প্রতি তৈরি হওয়া ছবি 'আর্টিকেল ১৫'-কে নিয়ে এখন জল্পনা তুঙ্গে। শনিবারই অভিনেতা আয়ুষ্মান খুরানা এই বিষয় নিয়ে ২৮টি সামাজিক সমস্যা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন। এবার সেই পন্থাকে মাথায় রেখে এবার একই পথে হাঁটলেন অভিনেতা অনুপম খের। সোশ্যাল মিডিয়ায় জানালেন সমাজ গড়ে তোলার পথে নিজের লক্ষ্যে স্থির থাকাটা প্রয়োজন। উপদেশ দিলেন ত্যাগ করতে হবে পাঁচটি বিষয়।
- সবাইকে দয়া করা বন্ধ করতে হবে।
- পরিবর্তনের প্রতি ভয় কাটাতে হবে।
- অতীত আঁখরে পরে থাকা ছাড়তে হবে।
- নিজেকে নিচু ভাবা বন্ধ করতে হবে।
- প্রয়োজনের অতিরিক্ত ভাবনা বন্ধ করতে হবে।
নিজেকে গড়ে তোলার বিষয় এই পাঁচটি দিকে লক্ষ্য রাখলেই সমাজের বদল ঘটানো অনেকাংশে সহজসাধ্য হয়ে উঠবে।