Asianet News BanglaAsianet News Bangla

মেয়েকে কোলে তুলে আদরে মত্ত প্রিয়ঙ্কা, মুখ আড়ালে রেখেই ভিডিও পোস্ট দেশি গার্লের, না দেখলেই মিস

প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে উত্তেজনার শেষ নেই।    কড়া সতর্কতার মধ্যে সন্তানকে আগলে রেখেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। এখানেই শেষ নয়, সন্তানের নাম কী রাখলেন, তাও বারবার জানতে চাইছিলেন অনুরাগীর। বিশেষত, তাদের সন্তানকে একঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।  মেয়ের কয়েকটি ছবি শেয়ার করলেও তার মুখ আড়ালেই রেখেছেন প্রিয়ঙ্কা চোপড়া। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন প্রিয়ঙ্কা চোপড়া।  যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

Priyanka Chopra shares a adorable video on her instagram BRD
Author
First Published Aug 28, 2022, 12:14 PM IST

প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে উত্তেজনার শেষ নেই।    কড়া সতর্কতার মধ্যে সন্তানকে আগলে রেখেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। এখানেই শেষ নয়, সন্তানের নাম কী রাখলেন, তাও বারবার জানতে চাইছিলেন অনুরাগীর। বিশেষত, তাদের সন্তানকে একঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।  মেয়ের কয়েকটি ছবি শেয়ার করলেও তার মুখ আড়ালেই রেখেছেন প্রিয়ঙ্কা চোপড়া। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন প্রিয়ঙ্কা চোপড়া।  যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

প্রিয়ঙ্কার চোপড়ার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হালকা গোলাপি রঙের  প্রিন্টেড ড্রেস পরা মালতী, তার সঙ্গে ম্য়াচিং হেয়ার ব্যান্ড পরে মায়ের কোলে রয়েছে। মেয়ের সঙ্গে কাটানো মুহূর্তের ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন প্রিয়ঙ্কা, যা দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। এইভাবেই মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রিয়ঙ্কা চোপড়া।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka (@priyankachopra)


কখনও লস অ্যাঞ্জেলস, তো কখনও লন্ডন-এইভাবে নিজেকে ব্যস্ত রেখেছেন প্রিয়ঙ্কা চোপড়া। বিশ্বের সবচেয়ে ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন প্রিয়ঙ্কা চোপড়া। তবে কাজ-ব্যস্ততা সব সামলেও বেশিরভাগ সময়টা মেয়ে মালতীর সঙ্গেই কাটাচ্ছেন প্রিয়ঙ্কা চোপড়া। চলতি বছরের শুরুতেই সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। বাবা হওয়ার খুশিতে আপ্লুত নিক জোনাস। জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া।  প্রিয়ঙ্কাকে ঘিরে অনুরাগীদের কৌতুহল তুঙ্গে।তবে মেয়ের ছবিই শুধু নয়, মেয়ে মালতীর বডিগার্ডের ছবিও পোস্ট করেছেন প্রিয়ঙ্কা। বডিগার্ডের কথা শুনে অনেকেই চমকে যাচ্ছেন, কিন্তু এটাই সত্যি। এই বয়স থেকেই তিনজন বডিগার্ড রয়েছে মালতীর। এবার তাদের সঙ্গেই পরিচয় করিয়ে দিলেন প্রিয়ঙ্কা চোপড়া। সেলেব বাবা ও মায়ের মতোই দেহরক্ষী রয়েছে মালতীর।  তারা হল প্রিয়ঙ্কার তিন পোষ্য- ডায়ানা , জিনো, পান্ডা।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka (@priyankachopra)

 

বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে সরগরম বি-টাউন। বর্তমানে বলিউডের গ্লোবাল আইকন প্রিয়ঙ্কা চোপড়া। যিনি শুধু বলিউডে নয়, হলিউডেও নিজের কাজের প্রশংসা কুড়িয়েছেন। নিজের চেয়ে বয়সে ১০ বছরের ছোট হলিউড পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে লস অ্যাঞ্জেলসে রয়েছেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা।  কিছু না কিছু করেই হোক লাইমলাইটে থাকতে পছন্দ করেন প্রিয়ঙ্কা চোপড়া। বছর ৪০ এর কোঠায় হলেও বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা  চোপড়া।প্রিয়ঙ্কার মা মধু চোপড়া জানিয়েছেন, দিন কয়েক আগেই আনুষ্ঠানিকভাবে মালতির নামকরণের অনুষ্ঠান হয়েছে। তবে অনুষ্ঠানের ঝলক প্রকাশ্যে আনলেও মেয়ের মুখ স্টিকার ঢেকে দিয়েছিলেন প্রিয়ঙ্কা। সাক্ষাৎকারে মধু চোপড়া জানিয়েছেন মালতির প্রথম জন্মদিনের দিনই তাকে প্রকাশ্যে আনবেন প্রিনিক জুটি। উল্লেখ্য, অভিনেত্রী-গায়িকা-প্রযোজকের পর লেখিকা প্রিয়ঙ্কা চোপড়া।  সম্প্রতি  নিজের আত্মজীবনী 'আনফিনিশড' -এ জীবনে নানা অভিজ্ঞতাকে তুলে ধরছেন প্রিয়ঙ্কা চোপড়া। 

Follow Us:
Download App:
  • android
  • ios