সংক্ষিপ্ত

বলিউড (Bollywood) ছবিকে টেক্কা দিতে হিমশিম খেয়েছে টলিপাড়া। এবার সেই প্রতিযোগীর তালিকায় নাম লেখাল দক্ষিণী (South) ছবি। গবেষণা বলছে, দক্ষিণী ছবির প্রতি কলকাতার দর্শকদের আগ্রহ বেশ বেড়েছে।

করোনা (Corona) পুরোপুরি বিদায় না নিলেও, পরিস্থিতি এখন আগের থেকে অনেক স্বাভাবিক। সতর্কতা মেনেই চলছে অফিস-কাছারি, স্কুল-কলেজ। এরই মাঝে খুলে গিয়েছে সিনেমা হলও (Cinema Hall)। স্বাভাবিক ছন্দে ফিরেছে ফিল্মি দুনিয়া। করোনার জেড়ে এতদিন ছন্দ পতন হয়েছিল চলচ্চিত্র জগতের। করোনার প্রভাব থেকে বাদ পড়েনি বাংলা চলচ্চিত্র দুনিয়াও। একদিকে যেমন স্থগিত ছিল ছবির কাজ, তেমনই বন্ধ ছিল ছবি মুক্তি। তবে, এখন সবই স্বাভাবিকের পথে। কিন্তু, এই করোনার (Corona) রেশ কাটতে না কাটতেই ফের এক সমস্যার মুখে বাংলা চলচ্চিত্র জগত। 

এতদিন বলিউড ছবিকে টেক্কা দিতে হিমশিম খেয়েছে টলিপাড়া। এবার সেই প্রতিযোগীর তালিকায় নাম লেখাল দক্ষিণী (South) ছবি। গবেষণা বলছে, দক্ষিণী ছবির প্রতি কলকাতার দর্শকদের আগ্রহ বেশ বেড়েছে। সম্প্রতি, মুক্তি পেয়েছে দক্ষিণী ছবি ‘পুষ্পা- দ্য রাইজ পার্ট ওয়ান’ (Pushpa- the rise part 1)। অন্যান্য রাজ্যের পাশাপাশি কলকাতা শহরেও চলছে এই ছবি। তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়ের পাশাপাশি হিন্দিতেও মুক্তি পেয়েছ ছবিটি। শহর ও শহরতলীর ২১টি প্রেক্ষাগৃহে হিন্দিতে ও ৮টি প্রেক্ষাগৃহে তেলেগুতে মুক্তি পেয়েছে ছবিটি (Movie)। আর এই ছবি দেখতে প্রেক্ষাগৃহে পৌঁছেছেন বাঙালি সিনেপ্রেমীরা। আল্লু অর্জুন অভিনীত এই ছবিটি ভালোবাসা পেয়েছে বাঙালি দর্শকদের থেকে। লাল চন্দনকাঠের চোরাকারাবির পুষ্পা রাজের কাহিনি নিয়ে তৈরি এই ছবি। ছবিটি মুক্তির পরই বিশ্বজুড়ে ৫০ কোটির ব্যবসা করেছে। মুম্বইয়ে দেড় কোটি, তামিলনাড়ুতে ৪ কোটি, কর্নাটকে ৩.৬০ কোটি, পশ্চিম বঙ্গে ২৪ লক্ষ টাকার ব্যবসা করেছে ছবিটি। 

আরও পড়ুন: Sonali Kulkarni teases Kapil: মারাঠি না জানার জন্য বকা খেলে হল কপিলকে, ধমক দিলেন সোনালি

আরও পড়ুন: Aparajita Apu Coming Episode: বিডিও অপু, বাড়ি থেকে দূরে, কীভাবে মোকাবিলা করে হবে দূর্নীতি দূর

ছবির মূল প্রেক্ষাপট স্বর্ণ পাচারকারী একচি বিশাল দল। যাদের বিরুদ্ধে বনের এক আদিবাসী কাঠমিস্ত্রি ও লরি ড্রাইভার পুষ্প রাজ পদক্ষেপ নেন। ছবিতে পুষ্প রাজের ভূমিকায় অভিনয় করেন আল্লু অর্জুন (Allu Arjun)। অর্জুনের বিপরীতে অভিনয় করেন ফাহাদ ফাসিল। তিনি মালায়ালাম সুপারস্টার। নবীন ইয়ারনেনি ও রবি শঙ্কর প্রযোজনা করেছেন ছবিটি। এটি প্রথম পর্ব মুক্তি পেয়েছে। এখন অপেক্ষা দ্বিতীয় পর্ব মুক্তির। 

এদিকে বেশ কিছুদিন আগে, এই ছবির আইটেম ডান্স নিয়ে খবরে এসেছিলেন অভিনেত্রী সামান্থা (Samantha) রুথ প্রভু। এই ছবিতে একটি নাচেক জন্য মোটা টাকা হেঁকেছেন তিনি। একটা পারফরমেন্সের জন্য ১ কোটি ৭৫ লাখ চেয়েছেন সামান্থা। আর এই পারিশ্রমিক নিয়ে খবরে এসেছিলেন তিনি। 
 

YouTube video player