সংক্ষিপ্ত

  • লকডাউনেও থামাননি কাজ রাধিকা আপ্তে
  • আর পাঁচজন অভিনেত্রীর মত বাড়িতে বসে কেবল ওয়ার্ক আউট ভিডিওর শ্যুট করেননি তিনি
  • বরং ক্রমাগত করে গিয়েছেন শ্যুটিং
  • ব্যস্ত থেকেছেন বিভিন্ন কাজে

লকডাউনে বিনোদন জগতের সমস্ত কাজ বন্ধ হয়ে যেতেই বাড়িতে বসে গিয়েছিলেন তারকারা। বাড়িতে থেকেই বিভিন্ন ভাবে ওয়ার্ক আউট এবং ভিডিও মিটিং করছিলেন তাঁরা। তবে এই লকডাউনের সঠিক সুযোগ নিয়েছেন রাধিকা আপ্তে। এক ফোটাও নষ্ট করেননি নিজের সময়। ওয়ার্ক আউট করে কিংবা ত্বকের চর্চা না করে কাজেই দিয়েছেন সম্পূর্ণ সময়। 

সকলের জন্য নিউ নর্মাল শুরু হলেও রাধিকার কাছে সবটাই ছিল প্রথম থেকে নর্মাল। বিভিন্ন ম্যাগাজিন কভারের শ্যুট, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে মিটিং, নিজের পরিচালনার কাজ মন দিয়েছিলেন। ক্রমাগত নিজেকে ব্যস্ত রেখেছেন এই করোনা আবহে। নিজের ছবির জন্য স্ক্রিপ্টও লিখছেন তিনি। এই লকাডউনে শ্যুটিং থেকে খানিক সময় ফাঁকা পেতেই চিত্রনাট্য নিয়ে বসেছেন। 

 

 

তিনি আপাতত লন্ডনেই রয়েছেন। বলিউডে জোর কদমে কাজ করতে করতে হলিউডেও কাজ করছেন জোর কদমে। নিজের অভিনয় দক্ষতায় প্রতিটি কাজেই নিজেকে ভিন্ন ভাবে প্রমাণ করে চলেছেন তিনি। যে কোনও চরিত্রে নিজেকে ভেঙে গড়ে নিতে জানেন রাধিকা। গ্ল্যামারের ছটায় নিজেকে হারিয়ে ফেলেন না এই অভিনেত্রী। যার জেরেই তাঁকে সকলের থেকে আলাদা করে চেনা যায়।