সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় ছিলেন ঋষি করোনার সঙ্গে লড়াই নিয়ে মুখ খুলেছিলেন অভিনেতা তারিখটা ছিল ২ এপ্রিল  সোশ্যাল মিডিয়ায় শেষবার এসেছিলেন অভিনেতা

ঋষি কাপুর বরাবরই ছিলেন এক মজার মানুষ। যাঁরাই পর্দার পেছনে থাকা মানুষটিকে চিনে ছিলেন, তাঁদের সকলের মুখেই একটাই কথা, তাঁর মুখের হাসি কোনও দিন মলিন হয়নি। রোগও তাঁকে কাবু করতে পারেনি। কখনও বুঝতেই দেননি তিনি ভেতরে থাকা রোগের খবর। অভিনেয়র জন্যই তাঁর জন্ম, অভিনয় করতে করতেই নিলেন তিনি চিরবিদায়। বিনোদন জগতের পাশাপাশি তিনি বরাবরই সমাজের বিভিন্ন স্তরের খবর রাখতেন। 

আরও পড়ুনঃ 'সে চলে গেল', ঋষি কাপুরের মৃত্যু সংবাদে ভেঙে পড়লেন অমিতাভ

করোনা পরিস্থিতি এমন পর্যায় এসেছে দেশ, যেখানে প্রথম সারিতে থাকা যোদ্ধাদের সহযোগিতার একান্ত প্রয়োজন। অথচ একশ্রেণির মানুষ তা মানতে নারাজ। বিভিন্ন জায়গা থেকে উঠে আসছিল, বিভিন্ন খবর। কখনও সামনে আসে ডাক্তারদের আক্রমণ করার খবর। কখনও সামনে আসে পুলিশের সঙ্গে অসহোযিতার খবর। পরিস্থিতি নিয়ে সকল তারকার মত মুখ খুলেছিলেন ঋষি কাপুরও।

Scroll to load tweet…

অভিনেতার শেষ বার্তায় রয়ে গেল সেই সতর্ক বার্তাই। যেতে যেতে বলে গেলেন, সকলকে একযোগে লড়াই করতে হবে। তবেই করোনা যুদ্ধে জয় করা সম্ভব। কিন্তু অভিনেতা নিজেই নিজের জীবন যুদ্ধে হার মানলেন। খবর প্রকাশ্যে আসতেই ভেঙে পড়ল দেশের মানুষ। শোকের ছায়া বলিউডে।