সলমন খানের জন্মদিন বলে কথা  ফ্যান ক্ল্যাব-ফ্যান পেজে সেলিব্রেশন ঝড় সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড বিইং হিউম্যান মুহূর্তে ভাইরাল পোস্ট 

ভাইজানের জন্মদিন বলে কথা। এক কথায় বলতে গেলে মুহূর্তে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ার পাতায়। শনিবার রাত থেকেই বাড়ছিল উত্তেজনার পারদ। রবিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে শুরু করে বিইং হিউম্যান। কোথাও পোস্টার কোথাও আবার কেক কেটে সেলিব্রেশনের ছবি পোস্ট। 

Scroll to load tweet…

নেপাল থেকে ভক্তরা সেলিব্রেশনে মেতে সেই ছবি শেয়ার করল সোশ্যাল মিডিয়ার পাতায়। ভাইজানের জন্মদিনে মানবিক উদ্যোগ। পিতৃহারা শিশুর মায়ের অবস্থা খারাপ। সলমন ফ্যানক্লাব সলমনের জন্মদিনে অসহায় শিশুর পাশে এসে দাঁড়ালো। 

Scroll to load tweet…

পাশাপাশি ট্রেন্ড হতে থাকে মেগাস্টার ট্যাগও। সলমন খানই সেরা সুপারস্টার। পোস্টে ভরে ওঠে সোশ্যাল মিডিয়ার পাতা। 

Scroll to load tweet…

বিশ্ব জুড়ে সেলিব্রেশন। নিউ ইয়র্কের রাস্তায় সেলফি লে লে রে গানে পা মেলালেন ভক্তের দল। 

Scroll to load tweet…

২৭ ডিসেম্বর কোনও সাধারণ দিন নয়, এটি এক কথায় বলতে গেলে সেলিব্রেশনের দিন, ভাইজানের জন্মদিন। 

Scroll to load tweet…

নিউজিল্যান্ডে পুলিশের সলমন খানের গানের সঙ্গে নাচ, ভাইরাল হয়ে উঠল জন্মদিনে। 

Scroll to load tweet…

কানাডার ১৫০ তম সংস্কৃতিক দিবসে মেয়েদের ছন্দে ভাইরাল সলমন খান। সোশ্যাল মিডিয়ায় জন্মদিনে সেই সব ভিডিও মুহূর্তে হয়ে উঠল ভাইরাল।