সংক্ষিপ্ত

৩৭০ ধারা বাতিলে স্থগিত শ্যুটিং কাশ্মীরে

বৃহস্পতিবারই আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী

শুক্রবার থেকেই শুরু হল ছবির শ্যুটিং

ছবি শেয়ার করলেন সিদ্ধার্থ মালহোত্রা

মঙ্গলবারই বাতিল ৩৭০ ধারা। তারপর থেকেই থমথমে কাশ্মীর। চলছিল একাধিক ছবির শ্যুটিং। কিন্তু কাশ্মীরের এই পরিবর্তনের ফলে গোলযোগ এড়াতেই পিছু পা হন পরিচালকেরা। ছবির শ্যুটিং বন্ধ করা হয়। সঙ্গে পরিবর্তনও করা হয় ছবির শিডিউল। এই ঘটনার একদিন পরই প্রকাশ্যেই মুখ খোলেন নরেন্দ্রমোদী। বিভিন্ন বিষয়ের মধ্যে চলচ্চিত্র জগতকেও তিনি রাখেন তাঁর নজরে।

সকল পরিচালকদের উদ্দেশে এই দিন তিনি জানান যে ভরসা রেখেই শুরু করুন কাশ্মীরে শ্যুটিং। শুধু তাই নয়, সঙ্গে তিনি এও জানান যে কাশ্মীরকে শ্যুটিং লোকেশন হিসেবে বেছে নেওয়ার কথা। ৩৭০ ধারা বাতিলের জেরেই বন্ধ হয়েছিল সড়ক ২-এর শ্যুটিং। কিন্তু মোদী সকলের উদ্দেশে এই ভাষণ দেওয়ার পরই আবারও কাশ্মীর মুখো হলেন পরিচালকেরা।

 

View post on Instagram
 

 

শুক্রবার থেকেই আবারও কাশ্মীর উপত্যকায় শুরু হল বলিউড ছবির শ্যুটিং। কার্গিল থেকে ছবির শ্যুটিং-এর খবর সোশ্যাল মিডিয়ায় জানালেন খোদ অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। বর্তমানে সেখানেই চলছে শেরশাহ ছবির শ্যুটিং। শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল বুধবারই। কিন্তু মঙ্গলবারের পর সেই শ্যুটিং স্থগিত রাখা হয়েছিল। শনিবার এই খবর দিয়েই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সিদ্ধার্থ।