পরিযায়ী শ্রমিকদের সাহায্যে সোনু সুদ এবার চালু করলেন হেলপ লাইন নম্বর নেট দুনিয়ায় শেয়ার করতেই মুহূর্তে তা ছড়িয়ে পড়ল প্রশংসা করলেন অভিনেতা অজয় দেবগণ

দেশজুড়ে লকডাউনে বিভিন্ন সমস্যার শিকার পরিযায়ী শ্রমিকেরা। বিভিন্ন রাজ্যে আটকে রয়েছেন বিভিন্ন প্রান্তের পরিযায়ী শ্রমিক। নেই আয়, নেই কাছের সামনুষেরা পাশে, ভিন রাজ্যে অসহা. অবস্থাতে দিন কাটাচ্ছেন তাঁরা। কবে উঠবে লকডাউন, কোথায়, কোন পথের মাঝে আটকে রয়েছেন কার পরিবারের সদস্যেরা, নেই কোনও ধারনাই। পরিবারের সকলেই দিন কাটাচ্ছেন দুশ্চিন্তায়।

Scroll to load tweet…

রাজ্য সরকারের উদ্যোগে ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যের শ্রমিকদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আবার কিছু শ্রমিকেরা নিজেই পা বাড়িয়েছেন বাড়ির পথে, রাস্তার ধার ধরে হাঁটা থেকে শুরু করে রেল লাইনে হেঁটে চলেছেন তাঁরা। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন তাঁরা। প্রত্যহ খবরের শিরোনামে উঠে আসছে রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শ্রমিকেরা, কোথাও আবার বাস দুর্ঘটনায়।

Scroll to load tweet…

এমনই বিপর্যয়ে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা সোনু সুদ। ইতিমধ্যেই বাসের ব্যবস্থা করে বিভিন্ন রাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিয়েছেন তিনি। সরকারকে পাশে পেয়েছেন প্রতিটা মুহূর্তে। সকলকে জানিয়েছেন, মাস্ক পরে থাকতে, সুস্থ থাকতে, সাবধানে থাকতে, তাহলেই দেখা হবে আবার। 

Scroll to load tweet…

এবার শ্রমিকদের জন্য হেলপ লাইন নম্বর চালু করলেন সোনু সুদ। এই নম্বরে সাহায্য চেয়ে শ্রমিকেরা ফোন করতে পারেন। বিস্তারিত তথ্য ফোনের মাধ্যমে জানিয়ে সাহায্যও চাইতে পারেন তাঁরা। অভিনেতা ও তাঁর চিমের সদস্যরা সেই সকল ব্যক্তিদের সাধ্যমত সাহায্য করার আশ্বাস দিলেন এবার। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানাতেই এবার অভিনেতার প্রশ্ংসাতে মুখ খুললেন অজয় দেবগণ। জানালেন এ এক মানবিক উদ্যোগ।