সলমন খানের বিয়ে কবে, প্রশ্ন এখন একটাইনিরুত্তোর অভিনেতা, কিন্তু সরব হলেন বলিউডের এই নায়িকাসলমনের সঙ্গে তাঁর বিয়ে, রটলে তিনি খুশিই হবেনপ্রকাশ্যেই জানালেন বলি নায়িকা
বেশ কয়েকমাস আগে এক সাক্ষাৎকারে মজার ছলে সলমন খান জানিয়েছিলেন তাঁকে এখনও কেউ বিয়ের প্রস্তাব দেননি। এই নিয়ে বেজায় আক্ষেপও প্রকাশ করেছিলেন তিনি। এবার সেই আক্ষেপ খানিকটা মিটল সলমন খানের। তিনি বিয়ের জন্য কতটা প্রস্তুত তা নিয়ে কোনও উত্তর না মিললেও এবার প্রকাশ্যেই তাঁকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করলেন অভিনেত্রী জারিন খান।
বীর ছবির চিত্রনাট্যইন যেন সত্যি হওয়ার পথে। এই মুহুর্তে বলিউডের সব থেকে কৌতুহলের বিষয় হল সলমন খানের বিয়ে। কবে তিনি বিয়ের পিঁড়িতে বসছেন! কবে তিনি বিয়ে করার সুখবর দেবেন তাঁর ভক্তদের! এই প্রশ্নের কোনও বিরাম বিশ্রাম নেই। এক এক সময় অভিনেতাও বিরোক্তি বোধ করেন এই প্রশ্নে। কিন্তু আনন্দের সঙ্গেই এই প্রসঙ্গে নিজেই টানলেন অভিনেত্রী জারিন খান।

