সংক্ষিপ্ত

  • ঋষি কাপুরের শেষ বিদায়ে থাকলেন না তারকারা
  • উপস্থিত থাকতে পারলেন না খানেরা
  • সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করলেন অক্ষয় কুমার
  • একইভাবে শোকাহত সলমন, আমির 

২৪ ঘণ্টার মধ্যে আবার ইন্দ্রপতন। প্রয়াত হলেন ঋষি কাপুর। বলিউডের বড় শোক। একের পর এক তারকার মৃত্যুতে ভেঙে পড়ল চলচ্চিত্র মহল। বৃহস্পতিবার সকালেই ঋষি কাপুরের মৃত্যু সংবাদ নেট দুনিয়ায় প্রথম জানিয়ে ছিলেন অমিতাভ বচ্চন। সহ অভিনেতার প্রয়াণে ভেঙে পড়েছিলেন অমিতাভ। লিখলেন- 'সে চলে গেল, ঋষি কাপুর... প্রয়াত হয়েছেন, আমি হতবাক'। তবে এদিন সকাল থেকেই তারকাদের শোকবার্তায় ভরতে থাকে সোশ্যাল মিডিয়ার পাতা।

 

 

শোকজ্ঞাপন করে এদিন পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সলমন খান। পাশাপাশি একইভাবে শোকজ্ঞাপন করেছিলেন অক্ষয় কুমার তিনি জানান, 'এ যেন এক দুঃস্বপ্নের রাত। তাঁর চলে যাওয়ায় শোকস্তব্ধ আমি। তিনি খুব ভালো বন্ধু ছিলেন, পাশাপাশি ততটাই ভালো সহকর্মী ছিলেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই'। 

 

 

একই সুরে শোকজ্ঞাপন করেন এদিন আমির খান। তিনি লেখেন এ যেন এক বড় ক্ষতি। 'শৈশব হারিয়ে গেল। ধন্যবাদ যে খুশি আপনি আমাদের দিয়েছে, ধন্যবাদ যে আনন্দ আপনি আমাদের দিয়েছেন তার জন্য। যেখানেই থাকুন আপনি ভালো থাকুন।' 

 

এভাবেই সকলকে কাঁদিয়ে চিরনিদ্রায় চলে গেলেন ঋষি কাপুর। বৃহস্পতিবার বিকেলে চন্দন বাড়িতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হল।