- বরুণ ধাওয়ানের প্রথম কাজই শাহরুখের সঙ্গে
- কাজ থেকে দেখা কিং খানকে
- তাই বাদশাকে নিয়ে খোলামেলা আলোচনা ধাওয়ানের
- কোন প্রশ্ন ভুলেও করা উচিৎ নয় শাহরুখকে
বরুণ ধাওয়ান এর প্রথম ছবি শাহরুখ খানের সঙ্গে দিলওয়ালে। এই সেটে অনেকটা সময় কাটানো বাদসার সঙ্গে। কথাবার্তা আলাপচারিতার মধ্যে দিয়েই উঠে আসে একাধিক তথ্য। সেটে বেশ কিছুটা সময় কিং খানের সঙ্গে কাটানোর জন্যই বরুণের ঝধুলিতে রয়েছে একাধিক প্রশ্নের উত্তর। এক সাক্ষাৎকারে তাি শাহরুখকে নিয়ে বেশি কিুছু প্রশ্নের উত্তর দিলেন তিনি।
আরও পড়ুন- খালি গলায় ট্রাকের ওপর গান ধরলেন আলিয়া, পাশে বসে সঙ্গ দিলেন রণবীর, মুহূর্তে ভাইরাল ভিডিও
শাহরুখ খানের জীবনের এক গুরুত্বপূর্ণ বিষয় হল তাঁর বাড়ি, মন্নত। যা নিয়ে শাহরুখ খান রীতিমত গর্ব করেন। নিজে হাতে গোটা মন্নত সাজিয়েছিলেন তাঁর স্ত্রী গৌরী খান। গৌরী গোটা বলিউডের প্রথম সারির একাধিক তারকার বাড়ি সাজিয়েছেন নিজে হাতে। তাই নিজের বাড়ির জন্য যে থাকবে কোনও বিশেষ টার্চ, তা আর বলার অপেক্ষা রাখে না।
সেই স্বপ্নের প্রাসাদ নিয়ে কোনও রকমের প্রশ্নই পছন্দ করেন না কিং খান। আর বিক্রির প্রসঙ্গ তো তোলাই মানা। তাই বরুণ খোলসা করেছিলেন, মন্নতের দাম কত, তা কখনই জিজ্ঞেস করা উচিৎ নয় শাহরুখ খানকে। এই প্রশ্ন তিনি একে বারেই পছন্দ করেন না। বর্তমানে বরুণ ধাওয়ান একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত। তবে কোনও তারকার সঙ্গে ক্লাব করে নয়। রিমেকের ঝড়ে বরুণ এখন একাই একশো।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 23, 2020, 9:11 AM IST