সংক্ষিপ্ত

কিংবদন্তি 'কোহিনূর' হীরা (Kohinoor Diamond) এখন রয়েছে ব্রিটিশ রাজমুকুটে (British Crown)। রানী দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II)-এর পর কার কাছে যাবে এই কিংবদন্তী হীরা? 
 

কিংবদন্তি 'কোহিনূর' অর্থাৎ কোহ-ই-নূর হীরা (Kohinoor Diamond)। প্রায় ৮০০ বছর আগে ভারতে মিলেছিল এই বিশ্বখ্যাত হীরা। বহু রাজবংশের হাত ঘুরে সেই হীরা ১৯৩৭ সালে তৈরি ব্রিটিশ রাজমুকুটে (British Crown) স্থান পেয়েছিল। যে মুকুটের অধিকারী রানী দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II)। তাঁর মৃত্যুর পর কার কাছে যাবে এই কিংবদন্তী হীরা? আসুন জেনে নেওয়া যাক - 

যে পাবেন রানীর মুকুট, তিনি পাবেন কোহিনূর

যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রানী এলিজাবেথের পর তাঁর উত্তরাধিকারিই হবেন ওই অমূল্য মুকুটটির মালিক। আর ব্রিটিশ মুকুটের যাঁর হাতে যাবে, তিনিই হবেন কোহিনূর-এর অধিকারীও। আর সেই ব্যক্তি আর কেউ নন, ডাচেস অফ কর্নওয়াল ক্যামিলা (Duchess of Cornwall Camilla)। রানী এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটিশ সিংহাসনে রাজ্যাভিষেক হবে তাঁর স্বামী তথা রানীর জ্যেষ্ঠ পুত্র প্রিন্স চার্লস (Prince Charles)। সেই সময়ই মুকুটটির সঙ্গে সঙ্গে কোহ-ই-নূর হীরা যাবে ক্যামিলার হাতে। সম্প্রতি ইংল্যান্ডেশ্বরী ঘোষণা করেছেন, প্রিন্স চার্লস রাজা হলে ডাচেস ক্যামিলাকেও রানী কনসোর্টের উপাধি দেওয়া হবে। প্রিন্স চার্লসের রাজ্যাভিষেকের সময় রানী কনসোর্ট হিসেবে ক্যামিলাকে কোহ-ই-নুর'সহ মুকুট হস্তান্তর করা হবে।

২৮০০ হীরাখচিত এই মুকুট

রানী এলিজাবেথের এই মুকুটটি প্ল্যাটিনামের তৈরি। তার উপর কোহিনূর-সহ মোট ২৮০০টি হীরা লাগানো রয়েছে। মুকুটটি আসলে তৈরি করা হয়েছিল ১৯৩৭ সালে, রাজা ষষ্ঠ জর্জের (King George VI) রাজ্যাভিষেকের জন্য। পরে, এই মুকুটটি দিয়ে রাণী এলিজাবেথের রাজ্যাভিষেক হয়। কোহিনূর ছাড়াও ১৮৫৬ সালে তৎকালীন তুরস্কের (Turkey) সুলতানের রানি ভিক্টোরিয়াকে উপহার দেওয়া একটি বড় পাথরও লাগানো রয়েছে মুকুটটিতে। ক্রিমিয়ান যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশে সুলতান সেটি উপহার দিয়েছিলেন। ১০৫-ক্যারেটের কোহ-ই-নূর হীরাটি প্ল্যাটিনামের তৈরি একটি মাউন্টের সঙ্গে লাগানো রয়েছে। সেটি ব্রিটিশ মুকুটের সামনে থাকা ক্রসের সঙ্গে সংযুক্ত থাকে, সেটিকে প্রয়োজনে বিচ্ছিন্নও করা যায়। 

ভারত থেকে ব্রিটেনে গেল কোহিনূর

বিশ্বের বৃহত্তম কাটা হীরাগুলির মধ্যে একটি হল এই কোহ-ই-নূর। কোহিনূর কথার অর্থ 'আলোর পাহাড়'। ভারতেই এটিকে খনন করা হয়েছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন রাজবংশের হাতবদল হতে হতে এখন সেটি ব্রিটেনে চলে গিয়েছে। ১৮৪৯ অবধি এটি ছিল শিখ রাজ বংশে। ব্রিটিশরা পঞ্জাবে উপনিবেশ স্থাপন করার পর, ব্রিটিশ গভর্নর-জেনারেল ঠিক করেছিলেন রানী ভিক্টোরিয়াকে (Queen Victoria) কোহ-ই-নূর হীরা উপহার দেবেন। ১৮৫০ সালে ১৩ বছর বয়সী শেষ শিখ শাসক দিলীপ সিংকে (Duleep Singh) ব্রিটেনে পাঠানো হয়েছিল রানী ভিক্টোরিয়ার কাছে হীরাটি তুলে দেওয়ার জন্য। কোহ-ই-নূর'সহ এই মুকুটটি টাওয়ার অফ লন্ডনে (Tower of London) গেলেই দেখা যায়।