সংক্ষিপ্ত

  • বর্ধমানে লোকাল ট্রেনে আগুন আতঙ্ক
  • অম্বিকা কালনা স্টেশনে কামরার নীচে ধোঁয়া
  • পরে রেল পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

এবার লোকাল ট্রেনে আগুন আতঙ্ক। কামরার নীচ থেতে ধোঁয়া বেরোতে দেখে শনিবার দুপুরে আতঙ্কিত হয়ে পড়েন আপ হাওড়া- কাটোয়া লোকালের যাত্রীরা। পরে অবশ্য রেল পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ দিন দুপুরে ঘটনাটি পূর্ব বর্ধমানের অম্বিকা কালনা স্টেশনে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন দুপুরে কাটোয়গামী ট্রেনটি অম্বিকা কালনা স্টেশনে ঢোকার পরই একটি কামরার নীচ থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা। এর পরেই দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। বিষয়টি চালক এবং গার্ড-এর নজরে আনা হয়। আতঙ্কে দ্রুত ট্রেন থেকে নেমেও আসেন বেশ কিছু যাত্রী। ঘটনার জেরে স্টেশনেই দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। 

খবর পেয়ে দ্রুত প্ল্যাটফর্ম-এ ছুটে আসেন রেল পুলিশ। স্টেশনে থাকা রেল কর্মীরাও আসেন। পরীক্ষার পর দেখা যায়, একটি কামরার নীচে চাকার পাশ থেকেই ধোঁয়া বেরোচ্ছে। কালনা জিআরপি-র ওসি সুজিত হালদার জানান, ব্রেক বাইন্ডিং গরম হয়ে গিয়েই তা থেকে ধোঁয়া বেরোচ্ছিল। যা থেকে কোনও বিপদের আশঙ্কা নেই। এর পরই কিছুক্ষণের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।