সংক্ষিপ্ত
ইয়ারফোন থেকে স্মার্টওয়াচ,সব কিছু বিক্রির জন্য মানুষের কাছে বোট ব্র্যান্ডটির জুড়ি মেলা ভার। এবার আইপিও লঞ্চ করতে চলেছে জনপ্রিয় ব্র্যান্ড বোট খ্যাত ইমাজিং মার্কেটিং। ৯০০ কোটি টাকার নতুন ইস্যু আনার পরিকল্পনা রয়েছে সংস্থার।
বর্তমানে বিভিন্ন নামী-দামী সংস্থাগুলো নিজেদরকে ইনিশিয়াল পাবলিং অফার বা আইপিও (IPO)-এর মার্কেটে নিজদেরকে মেলে ধরছে। এবার সেই তালিকার নয়া সংযোজন জনপ্রিয় ব্র্যান্ড বোট (Boat) খ্যাত ইমাজিং মার্কেটিং (Imagine Market)। ইয়ারফোন (Earphone) থেকে স্মার্টওয়াচ (Smartwatch),সব কিছু বিক্রির জন্য মানুষের কাছে বোট ব্র্যান্ডটির জুড়ি মেলা ভার। ইতিমধ্যেই আইপিও (IPO)-র মার্কেটে নিজেদের নতুন পরিচয় গড়ার লক্ষ্যে শেয়ার মার্কেট নিয়ন্ত্রক সংস্থা সেবির (SEBI) কাছে ড্রাফট পেপার জমা দিয়েছে ইমাজিন মার্কেটিং। আইপিও-থেকে দুহাজার কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নিয়ে ময়দানে নামছে ইমাজিং মার্কেটিং (Imagine Marketing)। সেবিকে (SEBI) জমা দেওয়া খসড়া অনুযায়ী ৯০০ কোটি টাকার নতুন ইস্যু আনার পরিকল্পনা রয়েছে সংস্থার যেটি ১১০০ কোটি টাকার অফারে বিক্রি করা হবে। যতদূর জানা যাচ্ছে আইপিও (IPO)থেকে আসা লাভের টাকায় কোম্পানি তার ঋণের টাকা শোধ করবে। উল্লেখ্য, ২০২১ সালে বোট কোয়ালকম ভেঞ্চার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করেছিল। সেই সময় কোম্পানির মূল্য ২২০০ কোটি টাকা অনুমান করা হয়েছিল। কিন্তু আইপিওর (IPO) মাধ্যমে বোট খ্যাত ইমাজিং মার্কেটিং (Imagine Marketing)১.৫ থেকে ২ বিলিয়ন ডলার মূল্যের ভিত্তিতে অর্থ সংগ্রহ করবে বলে জানা যাচ্ছে।
ইতিমধ্যেই ইয়ারফোনস, স্মার্টওয়াচের জন্য ফেমাস ব্র্যান্ড বোট অ্যাক্সিস ক্যাপিটাল, ক্রেডিট সুইস সিকিউরিটিজ, আইসিআইসিআই সিকিউরিটিজকে আইপিওর জন্য বুক রানিং লিড ম্যানেজার হিসেবে নিয়োগ করে ফেলেছে। প্রসঙ্গত, ২০১৬ সালে এই বোট সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ইয়ারফোন, স্পিকার ও স্মার্টওয়াচের জন্য গ্রাহকদের মনে একটা স্থায়ী আসন তৈরি করে ফেলেছে। বলা বাহুল্য, ২০২১ সালের ৩১ মার্চ অর্থাৎ গত অর্থ বছরে এই সংস্থার মোট আয়ের পরিমান ছিল ১৫০০ কোটি টাকা। আর সেখান থেকে লাভের অঙ্ক ছিল ৭৮ কোটি টাকা। সব মিলিয়ে বেশ স্বল্প সময়ের মধ্যেই একটি প্রতিষ্ঠিত সংস্থা হিসাবে নিজের পরিচয় গড়েছে ইয়ারফোন, স্মার্টওয়াচ বিক্রি করা সংস্থা বোট।
আরও পড়ুন-অপেক্ষার প্রায় অবসান, আগামী মার্চেই মার্কেটে আইপিও-তে প্রথম শেয়ার ছাড়ছে এলআইসি
উল্লেখ্য, ২০২১ সালে করোনা পরিস্থিতির মধ্যে বিভিন্ন নামী সংস্থা গুলো আইপিও-র মার্কেট আত্মপ্রকাশ করেছিল। কিন্তু অনেক সংস্থাই আইপিও থেকে আশানোরুপ ফল করতে পারে নি। একেবারে মুখ থুবরে পড়েছিল। সেই তালিকায় বিশেষভাবে উল্লেখযোগ্য পেটিএমের আইপিও। এর পর থেকে যে সমস্ত কোম্পানিগুলো আইপিও নিয়ে আসছে সেই সকল সংস্থাগুলোতে বিনিয়োগের জন্য একটু হলেও দ্বিধাগ্রস্থ হচ্ছে বিনিয়োগকারীরা। উল্লেখ্য, বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়ায় এখন অনেক বড় কোম্পানিই আইপিও আনলেও সেটিকে ইস্যু প্রাইজ থেকে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কম করে নিয়েছে। এই পদ্ধতিতেই আইপিও নিয়ে আসছে আরও একটি নামী সংস্থা বোট খ্যাত ইমাজিং মার্কেটিং। সম্প্রতি জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড মান্যবরও ৪ ফেব্রুয়ারি লঞ্চ করছে আইপিও। মান্যবরের মালিক সংস্থা ভেদান্ত ফ্যাশনের হাত ধরেই আসছে আইপিও।