সংক্ষিপ্ত

তবে সব মিউচুয়াল ফান্ডেই কিন্তু এইরকম হয়না। 

 

বহু মানুষ আজকাল মার্কেটে ইনভেস্ট করে থাকেন। বলা চলে, ক্যাপিটাল মার্কেটিং এককথায়। কেউ কেউ শেয়ার বাজারে বিপুল পরিমাণে বিনিয়োগ করে থাকেন। আবার কেউ কেউ এসআইপি করেন।

কিন্তু এই SIP Investment মানেটা ঠিক কী? সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP মানেই সবসময় আপনি লাভ করবেন, এমনটা কিন্তু নাও হতে পারে। অনেক সময় এইরকমও দেখা গেছে যে, দীর্ঘদিন ধরে SIP করেও ক্ষতির সম্মুখীন হয়েছেন বহু মানুষ। একাধিক সময়ে বিপাকে পড়েছেন বিনিয়োগকারীরা।

তবে সব মিউচুয়াল ফান্ডেই কিন্তু এইরকম হয়না। অনেক ফান্ড রয়েছেন, যেগুলি থেকে বিপুল পরিমাণ লাভের মুখ দেখেছেন বিনিয়োগকারীরা। আসলে বর্তমান সময়ে দাঁড়িয়ে, বহু মানুষ এসআইপি করে থাকেন। তবে SIP করলেই সবসময় যে আপনি লাভের মুখ দেখবেন, এমনটা কিন্তু একদমই নাও হতে পারে। অনেকক্ষেত্রে তো এইরকমও দেখা গেছে যে, অনেকদিন ধরে SIP করেও প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছেন একধিক ইনভেস্টর। অর্থাৎ, একাধিক সময়ে বিপাকে পড়েছেন বিনিয়োগকারীরা।

গত বছরও এমন কয়েকটি মিউচুয়াল ফান্ডে কার্যত, ডুবে গেছে বিনিয়োগকারীদের টাকা। একটি রিপোর্ট বলছে, গত ২০২৪ সালে ৪২৫টি ইক্যুইটি মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৪টি ফান্ড অত্যন্ত খারাপ রিটার্ন দিয়েছে। তার মধ্যে আবার তিনটি ইক্যুইটি মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের মাইনাস দুই সংখ্যার রিটার্নের ক্ষতি করে দিয়ে চলে গেছে।

মোট ১০ হাজার টাকার SIP করে ২৫ হাজার টাকা লস খেয়েছেন, এমন উদাহরণও আছে। গত বছর এই ধরনের মিউচুয়াল ফান্ডগুলির মধ্যে সবার নজর গেছে একটি ফান্ডের দিকে, যেটির নাম Quant PSU Fund। আপনি যদি গত বছর এই ফান্ডে ১০ হাজার টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে তা ১২ মাসে মোট ১ লাখ ২০ হাজার টাকা হওয়ার কথা। যা এই ক্ষেত্রে কমে প্রায় ৯০,৭৬৩ টাকা হয়ে গেছে।

একটি হিসেব বলছে, গত বছরে সবমিলিয়ে -২০.২৮% রিটার্ন দিয়েছে এই ফান্ড। এই দুটি ফান্ডে বড় ধস নেমে এসেছে। কোয়ান্টের আরও একটি ফান্ড জঘন্য রিটার্ন দিয়েছে। Quant ELSS Tax Saver Fund ক্ষতির দিক থেকে ইনভেস্টরদের টাকা এক বছরে ১১.৮৮% কমিয়ে দিয়েছে। তিনে রয়েছে Aditya Birla SL PSU Equity Fund-এর নাম। যা বিনিয়োগকারীদের টাকা ১১.১৩% লোকসানে নিয়ে গেছে। যার অর্থ আপনি যদি এই তিনটি ফান্ডে বিনিয়োগ করে থাকেন, তবে বৃদ্ধির পরিবর্তে আপনার টাকা রীতিমতো কমে গেছে।

এবার একটু অন্য ফান্ডগুলির দিকে নজর দেওয়া যাক।

Quant Consumption Fund: -9.66%

Quant Quantamental Fund: -9.61%

Quantum Flexi Cap Fund: -8.36%

Quantum BFSI Fund: -7.72%

Quantum Active Fund: -7.43%

Quant Focused Fund: -6.39% Quantum

Mid Cap Fund: -5.34% Quant Large

Mid Cap Fund: -4.54%

অন্যদিকে, সেক্টরাল ফান্ডগুলিও ক্ষতির মুখ দেখিয়েছে বিনিয়োগকারীদের

UTI Transportation & Logistics Fund: -4.05%

Quant Large Cap Fund: -3.74%

Quantum Momentum Fund: -3.35%

SBI Equity Minimum Variance Fund: -3.06%

HDFC MNC Fund: -1.51%

Taurus Mid Cap Fund: -1.45%

অপরদিকে PSU মিউচুয়াল ফান্ডগুলির কী অবস্থা?

ICICI Pru PSU Equity Fund: -0.86%

SBI PSU Fund: -0.67%

Quant Business Cycle Fund: -0.66%

Baroda BNP Paribas Value Fund: -0.62%

এছাড়াও Tata Infrastructure Fund: -0.05%

Invesco India PSU Equity Fund: -0.04%

তবে এই বিষয়টি নিয়ে চিন্তার কিছু নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, SIP করলে এই ধরনের সাময়িক ক্ষতি হতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। তবে দীর্ঘমেয়াদী বাজারে মিউচুয়াল ফান্ড লাভ দিতে বাধ্য এবং তা দেবেও। আসলে বাজারের অস্থিরতার কারণে অনেক সময় ক্ষতি হতেই পারে। আবার ফিরতি লাভের মুখ দেখারও আশা রয়েছে।

তবে বাজারে বিনিয়োগ সবসময়ই ঝুঁকিসাপেক্ষ একটি বিষয়। তাই সবসময় বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নেওয়া জরুরি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।