সংক্ষিপ্ত
গত কয়েকদিনে আমেরিকায় আদানি গ্রুপের বিরুদ্ধে শুরু হওয়া আইনি ব্যবস্থার পর বিনিয়োগকারীদের প্রায় ৭ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে।
দেশের বাণিজ্য এবং শিল্প ক্ষেত্রে কয়েক বছরের মধ্যে সাফল্যের পতাকা উড়িয়ে আদানি গ্রুপের শেয়ার মাত্র দুটি বিতর্কের জেরে এবার ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। গত বছর আদানির বিরুদ্ধে প্রকাশিত হিন্ডেনবার্গ রিপোর্ট এবং বিগত কয়েকদিনে আমেরিকায় আদানি গ্রুপের বিরুদ্ধে শুরু হওয়া আইনি ব্যবস্থার পর বিনিয়োগকারীদের প্রায় ৭ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
গত বছর ২৩ জানুয়ারি আদানির বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের ঠিক আগের দিন, আদানি গ্রুপের দশটি শেয়ারের মোট বাজার মূল্য ছিল ১৯.২৪ লক্ষ কোটি টাকা। গত কয়েকদিনে আমেরিকায় আদানির বিরুদ্ধে একাধিক মামলা দায়েরের পর থেকেই আদানি গ্রুপের বাজার মূল্য কমে গিয়ে দাঁড়ায় প্রায় ১২.২৪ লক্ষ কোটি টাকায়। শুধু ২১ নভেম্বর, একদিনেই বিনিয়োগকারীদের মোট ক্ষতি হয়েছে ২.২ লক্ষ কোটি টাকা।
অন্যদিকে, হিন্ডেনবার্গ রিপোর্টের পর, আদানি গ্রুপ শেয়ারের পতন ক্রমশ পুনরুদ্ধার করতে শুরু করে। এদিকে চলতি বছরের ৩ জুন নাগাদ আবার আদানির শেয়ারের মোট বাজার মূল্য ১৯.৪২ লক্ষ কোটি টাকায় পৌঁছে যায়। এরই মধ্যে সেবির চেয়ারপার্সনকে নিয়ে বিতর্কের সূত্রপাত হতেই আবার সূচকের পতন শুরু হয়ে যায়। বিশ্বব্যাপী শেয়ার বাজারে মন্দা এবং বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলির বিনিয়োগ প্রত্যাহারের ফলে, ভারতীয় শেয়ার বাজারে যে মন্দা দেখা দেয়, তার প্রভাব আদানি গ্রুপের শেয়ারের উপরও অনেকখানি পড়ে।
এরপর ১৯ নভেম্বর নাগাদ আদানি গ্রুপের শেয়ারের মোট মূল্য কমে দাঁড়ায় ১৪.৪৯ লক্ষ কোটি টাকায়। আর এসবের মাঝেই গত কয়েকদিনে আমেরিকা থেকে আইনি ব্যবস্থার খবর আসার পর থেকে আদানি গ্রুপের শেয়ারের দর ক্রমাগত নামতে থাকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।