MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • Other Business
  • IT কর্মীর থেকেও দ্বিগুণ বেতন হবে কেন্দ্রীয় সরকারি পিওনের! পে কমিশন খুলে দেবে নয়া দিগন্ত?

IT কর্মীর থেকেও দ্বিগুণ বেতন হবে কেন্দ্রীয় সরকারি পিওনের! পে কমিশন খুলে দেবে নয়া দিগন্ত?

ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ফলে, নিঃসন্দেহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখে হাসি ফুটেছে। 

2 Min read
Subhankar Das
Published : Jan 18 2025, 03:56 PM IST| Updated : Jan 18 2025, 05:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
114
কিন্তু অষ্টম বেতন কমিশন (8th pay commission) চালু হলে তাদের সঙ্গে বেসরকারি সংস্থার কর্মীদের বেতনের পার্থক্য ঠিক কতটা হবে?
Image Credit : our own

কিন্তু অষ্টম বেতন কমিশন (8th pay commission) চালু হলে তাদের সঙ্গে বেসরকারি সংস্থার কর্মীদের বেতনের পার্থক্য ঠিক কতটা হবে?

তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তুমুল জল্পনা।

214
বিশেষজ্ঞরা কী বলছেন?
Image Credit : our own

বিশেষজ্ঞরা কী বলছেন?

তাদের মতে, অষ্টম বেতন কমিশন (8th pay commission latest news) চালু হলে চাকরিজীবনের শুরুতেই কেন্দ্রীয় সরকারি একজন পিওন নামী যে কোনও তথ্যপ্রযুক্তি সংস্থার একজন কর্মীর তুলনায় অনেক বেশি বেতন পাবেন। 

314
কেন্দ্রীয় সরকারি চাকরির ন্যূনতম মূল বেতন বা বেসিক পে ৫০ হাজার টাকাও ছাড়িয়ে যেতে পারে
Image Credit : our own

কেন্দ্রীয় সরকারি চাকরির ন্যূনতম মূল বেতন বা বেসিক পে ৫০ হাজার টাকাও ছাড়িয়ে যেতে পারে

অষ্টম বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আর্থিক দিক থেকে আদৌ কতটা লাভবান হবেন, গত বছরের নভেম্বর মাসেই তার ইঙ্গিত দিয়ে রাখেন ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির সচিব শিবগোপাল মিশ্র। সেই প্রসঙ্গে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির কথাও বলেন তিনি।

414
সূত্রের খবর, অষ্টম বেতন কমিশনে ২৯ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেতে পারে ফিটমেন্ট ফ্যাক্টর
Image Credit : our own

সূত্রের খবর, অষ্টম বেতন কমিশনে ২৯ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেতে পারে ফিটমেন্ট ফ্যাক্টর

বিশেষজ্ঞদের মতে, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রতি মাসের ন্যূনতম মূল বেতন বেড়ে দাঁড়াবে ৫১ হাজার ৪৮০ টাকা। (8th pay commission fitment factor)

514
ওদিকে আবার তার সঙ্গে যুক্ত হবে মহার্ঘ ভাতা, অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ এবং হাউস রেন্ট অ্যালাউন্স
Image Credit : our own

ওদিকে আবার তার সঙ্গে যুক্ত হবে মহার্ঘ ভাতা, অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ এবং হাউস রেন্ট অ্যালাউন্স

এছাড়াও আনুষঙ্গিক আরও বেশ কিছু আর্থিক সুযোগ-সুবিধাও থাকবে। (8th pay commission pay matrix) 

614
তাহলে বিষয়টা ঠিক কিরকম দাঁড়াচ্ছে?
Image Credit : our own

তাহলে বিষয়টা ঠিক কিরকম দাঁড়াচ্ছে?

ফলে, এক জন চতুর্থ শ্রেণির অর্থাৎ গ্রুপ-ডি কেন্দ্রীয় সরকারি কর্মীর ন্যূনতম বেতন ৬০ হাজার টাকাও ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

714
ওয়াকিবহাল মহলের ধারণা কী?
Image Credit : our own

ওয়াকিবহাল মহলের ধারণা কী?

অষ্টম বেতন কমিশনের ফলে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মূল বেতন ১৮৬ শতাংশ বৃদ্ধি পেতে পারে। 

814
অন্যদিকে, বেতনের পাশাপাশি অবসরপ্রাপ্তদের পেনশনও বাড়বে বলে জানা গেছে
Image Credit : our own

অন্যদিকে, বেতনের পাশাপাশি অবসরপ্রাপ্তদের পেনশনও বাড়বে বলে জানা গেছে

বর্তমানে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম পেনশন ধার্য করা হয়েছে ৯০০০ টাকা। তবে তা বেড়ে গিয়ে ন্যূনতম পেনশন ২৫,৭৪০ টাকায় গিয়ে পৌঁছবে বলে মনে করা হচ্ছে।

914
আর্থিক বিশেষজ্ঞরা সুনির্দিষ্টভাবে কয়েকটি বিষয়ের আলোকপাত করেছেন
Image Credit : our own

আর্থিক বিশেষজ্ঞরা সুনির্দিষ্টভাবে কয়েকটি বিষয়ের আলোকপাত করেছেন

বেতন কমিশন চালু হওয়ার পর, সরকারি এবং বেসরকারি কর্মীদের আয়ের পার্থক্য এতটা বেড়ে গেলে সামাজিক ভাবে আবার অন্য সমস্যা দেখা দেবে। আর তার জেরে, আগামীদিনে কেন্দ্রীয় সরকারি চাকরিতে ঝোঁক বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। 

1014
তাছাড়া বেতন পার্থক্য মুদ্রাস্ফীতির হারেও প্রভাব ফেলতে পারে
Image Credit : our own

তাছাড়া বেতন পার্থক্য মুদ্রাস্ফীতির হারেও প্রভাব ফেলতে পারে

যদিও সাম্প্রতিক অতীতে কর্মচারীর সংখ্যা বেশ কমিয়েছে কেন্দ্র। গত ২০১৯-’২০ আর্থিক বছরে ১.১৯ লক্ষ স্থায়ী কর্মচারী নিয়োগ করে কেন্দ্রীয় সরকার। কিন্তু তারপরের আর্থিক বছরেই সেই সংখ্যা কমে দাঁড়ায় ৮৭ হাজার ৪২৩ জন। 

1114
সেই সূচক এখনও নিম্নমুখী রয়েছে
Image Credit : our own

সেই সূচক এখনও নিম্নমুখী রয়েছে

স্বাভাবিকভাবেই, কেন্দ্রীয় সরকারি চাকরির ঝোঁক বৃদ্ধি পেলে সেখানে প্রবল প্রতিযোগিতার মুখে পড়তে হবে দেশের যুব সমাজকে। এমনিতেই তারা প্রতিযোগিতার মধ্যেই আছে।

1214
এক্ষেত্রে কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের একটি তথ্য ভীষণ তাৎপর্যপূর্ণ
Image Credit : our own

এক্ষেত্রে কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের একটি তথ্য ভীষণ তাৎপর্যপূর্ণ

সেখানে বলা হয়েছে, এই দেশের নাগরিকরা বছরে গড়ে ১.৮ লক্ষ টাকা করে আয় করেন। 

1314
আর তাদের মাসিক গড় বেতন ১৫-২০ হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করে
Image Credit : our own

আর তাদের মাসিক গড় বেতন ১৫-২০ হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করে

আর্থিক দিক দিয়ে দেখতে গেলে, উন্নত দেশগুলির তুলনায় এই পরিমাণ অনেকটাই কম।

1414
 নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে হেরফের দেখা যেতে পারে
Image Credit : our own

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে হেরফের দেখা যেতে পারে

অষ্টম বেতন কমিশন চালু হওয়ার পর কেন্দ্রীয় সরকারি এবং বেসরকারি কর্মচারীদের মধ্যে বেতনের ফারাক অনেকটা বেড়ে গেলে, তার তার সরাসরি প্রভাব পড়বে ঘরোয়া বাজারে। সেক্ষেত্রে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে হেরফের দেখা যেতে পারে। তাছাড়া বেশি বেতনের আশায় অনেকেই হয়ত বিদেশে গিয়ে চাকরি করার মতো সিদ্ধান্ত নিতে পারেন। তাহলে ‘ব্রেন ড্রেন’ সমস্যার মুখে পড়তে পারে ভারত, সেই কথা বলছেন বিশেষজ্ঞরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
ব্রিটিশদের হারানো এক বাঙালির সাফল্যের গল্প! যা প্রতিটি বাঙালির অবশ্যই জানা উচিত
Recommended image2
Gold Price Today: বিয়ের মরশুমে আরও কমলো সোনার দাম! ২২ ও ২৪ ক্যারেট সোনা আজ কততে বিকোচ্ছে জেনে নিন?
Recommended image3
Share Market Today: মঙ্গলবারের বাজারের প্রাথমিক লেনদেন পতনের ইঙ্গিত! এর মাঝে কোন স্টকে আজ নজর রাখবেন?
Recommended image4
Now Playing
ফের কমছে সুদের হার! কোথায় বিনিয়োগ করবেন? জানতে দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী, পর্ব-৩২
Recommended image5
জিরো-ব্যালেন্স অ্যাকাউন্ট থাকলেই ২০২৬ থেকে মিলবে একাধিক সুবিধা! গ্রাহক হলে অবশ্যই জানুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved