- Home
- Business News
- Other Business
- Mutual Fund: মাত্র পাঁচ বছরে ডবল রিটার্ন! এও কি সম্ভব? এই পাঁচ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেই বাজিমাৎ
Mutual Fund: মাত্র পাঁচ বছরে ডবল রিটার্ন! এও কি সম্ভব? এই পাঁচ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেই বাজিমাৎ
- FB
- TW
- Linkdin
ট্যাক্স সেভিংস ইনভেস্টমেন্ট (Tax Savings Investment)
এক্ষেত্রে ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম (Savings Scheme) অন্যতম একটি উপায়।
কারণ, এতে শুধু ট্যাক্স (Tax) বাঁচানো যায় তাই নয়
বরং, ভালো রিটার্নও পাওয়া যায়। এসআইপি-এর (SIP) মাধ্যমেই বিনিয়োগ করা যেতে পারে এই ফান্ডগুলিতে (Mutual Funds)।
মাত্র ৫ বছরেই ডবল টাকা
কিন্তু কোন প্ল্যানগুলি?
Motilal Oswal ELSS Tax Saver Fund (Direct Plan)
মোতিলাল অসওয়াল ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ডের ফোর স্টার ভ্যালু রিসার্চ রেটিং রয়েছে।
SIP-তে পাঁচ বছরে গড় রিটার্নের হার প্রায় ৩২.১৫%
ফলে, ৩ বছরে রিটার্ন পাওয়া যাচ্ছে ৩৮.৯৫% হারে।
এই ফান্ডে (Fund) যদি ১০ হাজার টাকার মাসিক এসআইপি করা হয়, তাহলে বিনিয়োগের মোট পরিমাণ কত?
প্রায় ৬ লক্ষ টাকা। আর সেক্ষেত্রে রিটার্ন ১৩,৩৪,৮৩৮ টাকা।
Quant ELSS Tax Saver Fund (Direct Plan)
এই ফান্ডের ফাইভ স্টার ভ্যালু রিসার্চ রেটিং আছে। দেখা যাচ্ছে, ৫ বছরে বার্ষিক রিটার্নের হার প্রায় ৩০.৩১%। সেক্ষেত্রে ৩ বছরে প্রায় ২১.৭১% হারে রিটার্ন পাওয়া যাচ্ছে। মোট ১০ হাজার টাকার মাসিক এসআইপি থেকে পাঁচ বছরে প্রায় ১২,৯০,৪০৫ টাকা রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।
SBI Long Term Equity Fund (Direct Plan)
এক্ষেত্রে ফান্ডের ভ্যালু রিসার্চ রেটিং ফাইভ স্টার। ফলে, ৫ বছরে গড় বার্ষিক রিটার্নের হার ৩০.০৬%। এদিকে ৩ বছরে, ৩২.৯৪% হারে রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।
প্রায় ১০ হাজার টাকার মাসিক এসআইপি করলে
পাঁচ বছরে রিটার্ন পাওয়া যাচ্ছে ১২,৬১,৪৪২ টাকা।
HDFC ELSS Tax Saver Fund (Direct Plan)
ভ্যালু রিসার্চ রেটিং ফোর স্টার। এক্ষেত্রে ৫ বছরে গড় বার্ষিক রিটার্নের হার ২৭.৬১%। আর ৩ বছরে রিটার্ন মিলেছে ২৮.৫১% হারে। তাই ১০ হাজার টাকার মাসিক এসআইপি থেকে পাঁচ বছরে বিনিয়োগকারীরা মোট ১১,৮৭,৯৪৬ টাকা পেয়েছেন।
Bank of India ELSS Tax Saver Fund (Direct Plan)
ভ্যালু রিসার্চ রেটিং এক্ষেত্রে ফোর স্টার। গত ৫ বছরে গড় বার্ষিক রিটার্নের হার প্রায় ২৭.৩৪%। এক্ষেত্রে ৩ বছরে ২৭.৮৩ শতাংশ রিটার্ন পাওয়া যাচ্ছে। আর ১০ হাজার টাকার মাসিক এসআইপিতে পাঁচ বছরে রিটার্ন দাঁড়িয়েছে প্রায় ১১,৮৭,৩৯৯ টাকা।