- Home
- Business News
- Other Business
- Gold Price: পয়লা বৈশাখের আগে আরও দামি হল সোনা, এই দেশে লাখ টাকা ছাড়াল এক ভরি হলুদ ধাতু
Gold Price: পয়লা বৈশাখের আগে আরও দামি হল সোনা, এই দেশে লাখ টাকা ছাড়াল এক ভরি হলুদ ধাতু
Gold Price Hike:পয়লা বৈশাখের আগে আবারও খারাপ খবর। আরও অগ্নিমূল্য হল সোনা। পাকা সোনার দাম বাড়ল প্রায় ৪০০ টাকা। বাংলাদেশে সোনার দাম লক্ষ টাকা ছাড়াল।
- FB
- TW
- Linkdin
)
পয়লা বৈশাখের আগেই খারাপ খবর
পয়লা বৈশাখের আগে আবারও খারাপ খবর। আরও অগ্নিমূল্য হল সোনা। পাকা সোনার দাম বাড়ল প্রায় ৪০০ টাকা।
ক্রমাগত দাম বাড়ছে
গত কয়েক মাস ধরেই সোনার দাম দ্রুত বাড়ছে। বিশেষজ্ঞদের অনুমান শুল্কযুদ্ধ শেষ না হলে সোনার দামে রাশ পড়বে না।
শনিবার সোনার দাম
শনিবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার দাম ৪০০ টাকা বেড়ে হয়েছে ৯৪৫৫০ টাকা।
মূল দাম
জিএসটি যোগ করে দাম হয়েছে ৯৭,৩৮৬.৫ টাকা। গয়না সোনার দাম পৌঁছেছে ৮৯,৮৫০ টাকায়। কর ধরে ৯২,৫৪৫.৫ টাকা। দুটি ক্ষেত্রেই রেকর্ড তৈরি হল।
দাম বাড়ার কারণ
শুল্ক যুদ্ধের জেরে আর্থিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর সেই কারণে সোনাই বিনিয়োগের সেরা জায়গা বলেও মনে করছেন অনেকে। তাই সোনার দাম উর্ধ্বগামী।
দাম কমার একটা সুযোগ রয়েছে
সোনা শিল্পের সঙ্গে যুক্ত এক শিল্পপতির কথায় আমেরিকা যে খুচরো হিরা ও সোনার গয়না আমদানি করে, তার ৩০% যায় চিন থেকে। ভারত থেকে যায় মাত্র ৩%। আমেরিকা চিনা পণ্যের শুল্ক বিপুল বাড়ানোয় চিনা গয়নার দামও বাড়বে। কমবে সরবরাহ। আর আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি হলে সেই ফাঁক ভরাটের সুযোগ আসবে।
ক্রেতা কমছে
এক স্বর্ণ ব্যবসায়ীর কথায় সোনার দাম বাড়ায় ক্রেতার সংখ্যা কমছে পাল্লা দিয়েছ। ক্রেতার থেকে বাড়ছে পুরনো সোনার বিক্রেতা। পুরনো সোনা বেচে বা বদল করে সোনার গয়না করছেন অনেকে।
প্রতিবেশী বাংলাদেশে সোনার দাম
প্রতিবেশী বাংলাদেশেও সোনার দাম বাড়ছে। এবার এক লাখ ছুঁলো বাংলাদেশের সোনার দাম।
সোনার দাম
ভরিতে৪ হাজার ১৮৭ টাকা। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এবার বাংলাদেশের বাজারে হবে ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা। দেশের বাজারে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।
শুল্ক যুদ্ধ
স্বর্ণ ব্যবসায়ীদের কথায় শুল্ক যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কিছুতেই সোনার দাম কমবে না। ধীরে ধীরে দাম বাড়বে।