সংক্ষিপ্ত

Stock Market Closing: সোমবার যেন আরও বেশি রক্তাক্ত দেখাল শেয়ার বাজারকে (Share Market Investment)। বিনিয়োগকারীদের জন্য বিরাট ধাক্কা।

Stock Market Closing: দিনের শুরুটা অবশ্য মোটেও ভালো ছিল না। সোমবার, সেনসেক্স এবং নিফটি ক্ষতির সঙ্গেই যাত্রা শুরু করে। বলা চলে, ভারতীয় শেয়ার বাজারের ইতিহাসে একটি কালো দিন। 

সোমবার, ৭ এপ্রিল ট্রাম্পের নয়া শুল্ক নীতির জেরে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ যেন আরও তীব্র হল।আর এদিকে ভারতীয় শেয়ার বাজারের ফের একবার পতন হল। সপ্তাহের প্রথম কাজের দিনই পতনের ধাক্কায় কেঁপে উঠেছিল সেনসেক্স এবং নিফটি। এদিন বাজার খুলতেই একধাক্কায় প্রায় ৪,০০০ পয়েন্ট পড়ে গেছিল সেনসেক্সের সূচক। এমনকি, হাজার পয়েন্ট পড়ে যায় নিফটিও। তবে বেলা গড়াতে বাজারের গতি কিছুটা ঊর্ধ্বমুখী হলেও সকালের সেই ধাক্কার ফলে সারাদিন সেই রক্তক্ষরণ অব্যাহত ছিল।

সোমবার, বাজার বন্ধের সময় সেনসেক্সের সূচক নেমে দাঁড়ায় ৭৩১৩৭.৯০ পয়েন্টে। অর্থাৎ, ২২২৬.৭৯ পয়েন্ট পড়ে গেছে সেনসেক্স (Sensex)। আর একই দশা দেখা যায় নিফটির ক্ষেত্রেও। ৭৪২.৮৫ শতাংশ পড়ার পর নিফটি গিয়ে দাঁড়িয়েছে ২২১৬১.৬০-তে।

এদিন সকালে বাজার খোলার সময়, ভারতীয় শেয়ার বাজার বিগত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। সেনসেক্স ৩,৯৩৯.৬৮ পয়েন্ট কমে ৭১,৪২৫.০১-তে গিয়ে দাঁড়ায়। এই সময়ের মধ্যে নিফটিও ১,১৬০.৮ পয়েন্ট কমে ২১,৭৪৩.৬৫ পয়েন্টে গিয়ে পৌঁছয়।

সূত্রের খবর, BSE-তে তালিকাভুক্ত সমস্ত সংস্থার বাজার মূলধন ২০.১৬ লক্ষ কোটি টাকা কমে গিয়ে হয় ৩৮৩.৯৫ লক্ষ কোটি টাকায়।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনের মধ্যে তীব্র বাণিজ্য যুদ্ধের জেরেই কাঁচামালের চাহিদা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আর তার ফলে, ভারতীয় ধাতু সংস্থার শেয়ারগুলি সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে সোমবার। দেশের অন্যতম বৃহৎ সংস্থা টাটা স্টিলের শেয়ারের দর এক ধাক্কায় ১০ শতাংশ নেমে গেছে বলে শেয়ার বাজার সূত্রে জানা গেছে।

সেইসঙ্গে, জিন্দাল, নালকো, আদানি এন্টারপ্রাইজ়েস, সেল, হিন্দুস্তান কপারের মতো সংস্থাগুলির হালও খারাপ। নিফটি মেটাল সূচক ৮.৬ কমে ৭,৬৯০ পয়েন্টে গিয়ে পৌঁছেছে। গত ৫২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন এটি। শুধু তাই নয়, তামা, দস্তা এবং অন্যান্য শিল্প ধাতুর চাহিদার ক্ষেত্রেও তীব্র হ্রাসের আশঙ্কা তৈরি হয়েছে গোটা বিশ্বজুড়ে।

ওদিকে তথ্যপ্রযুক্তি শেয়ারের দামও হ্রাস পেয়েছে। তথ্যপ্রযুক্তি সংস্থার মধ্যে ‘ওওএফএস’, ‘এমফাসিস’ এবং ‘কোফোর্জ’ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। টাটা কনসালন্টেন্সির শেয়ারে রীতিমতো ধস নেমেছে। বিএসই মিডক্যাপ এবং স্মলক্যাপ সূচক যথাক্রমে ৩.৪৬ শতাংশ এবং ৪.১৩ শতাংশ পড়েছে এদিন।

রইল পুরো তালিকাঃ

ধাতু ক্ষেত্র (৬.৭৫ শতাংশ কমেছে)

রিয়্যালটি (৫.৬৯ শতাংশ কমেছে)

গণমাধ্যম (৩.৯৪ শতাংশ কমেছে)

গাড়ি (৩.৭৮ শতাংশ কমেছে)

বেসরকারি ব্যাঙ্ক (৩.৪৭ শতাংশ কমেছে)

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক (২.৮৪ শতাংশ কমেছে)

ওষুধ (২.৭৫ শতাংশ কমেছে) 

তথ্যপ্রযুক্তির সংস্থাগুলি (২.৫১ শতাংশ কমেছে)

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।