সংক্ষিপ্ত
সারা বিশ্বেই বিভিন্ন সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। এবার জাপানের বিখ্যাত সংস্থা তোশিবাও একই পথে হাঁটতে চলেছে। তোশিবার পদক্ষেপে সমস্যায় পড়ে গেল কয়েক হাজার পরিবার।
৪,০০০ কর্মীকে ছাঁটাই করছে জাপানের বিখ্যাত সংস্থা তোশিবা। সংস্থার নতুন মালিক আসার পর পরিকাঠামো নতুন করে সাজানো হচ্ছে। এরই অঙ্গ হিসেবে কর্মী সংখ্যা কমানো হচ্ছে। জাপানের বাইরে কোথাও অবশ্য কর্মী ছাঁটাই করা হচ্ছে। জাপানেই কর্মরত ৪,০০০ কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। তোশিবা সংস্থায় গত এক দশক ধরে নানা সমস্যা চলছে। দুর্নীতির কারণে কর্পোরেট জগতে তোশিবার বদনাম হয়ে যায়। এই সংস্থার আর্থিক ক্ষতির পরিমাণও বৃদ্ধি পেতে থাকে। এই পরিস্থিতিতে ২০২৩ সালের ডিসেম্বরে ১,৩০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে তোশিবার মালিকানা নেয় জাপান ইন্ডাস্ট্রিয়াল পার্টনারসের নেতৃত্বাধীন কয়েকটি সংস্থার জোট। তোশিবার মালিকানা বদলের পরেই ফের শেয়ার মার্কেটে নাম নথিভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে সংস্থার কার্যকলাপেও বদল আনা হচ্ছে। এরই প্রথম ধাপ হিসেবে কর্মী ছাঁটাই করা হচ্ছে।
জাপানে শিল্পক্ষেত্রে মন্দা?
তোশিবা যেমন ৪,০০০ কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে, তেমনই জাপানের আরও কয়েকটি সংস্থাও একই পথে হাঁটছে। ফটোকপি মেশিন প্রস্তুতকারক সংস্থা কনিকা মিনোলটা, কসমেটিকস সংস্থা শিসেইদো, ইলেকট্রনিকস সংস্থা অমরনও কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। জাপানের বিভিন্ন সংস্থাই সংস্কারের পথে হাঁটছে। এরই প্রথম ধাপ কর্মী ছাঁটাই।
সরছে তোশিবার সদর দফতর
তোশিবার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মধ্য টোকিও থেকে সদর দফতর সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কাওয়াসাকিতে। আগামী ৩ বছরের মধ্যে সংস্থার লাভের অঙ্ক ১০ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে। জাপানে তোশিবা সংস্থার ভাবমূর্তির যথেষ্ট ক্ষতি হয়েছে। এই কারণে তোশিবার নতুন মালিকরা বেশ চাপে আছেন। তাঁরা অবশ্য তোশিবাকে লাভজনক সংস্থায় পরিণত করার চেষ্টা করছেন। এই সংস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। এই উদ্যোগ সফল হবে বলে আশা করা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
SKOCH রিপোর্ট: ভারতে ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে ৫১৪ মিলিয়ন চাকরি তৈরি করা হয়েছে!
Indian Economy: এগিয়ে ভারত, ২০২২ সালে ১১১.২২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে
Reliance Jio: চিনকে টেক্কা দিল ভারতের রিলায়েন্স জিও, ডেটা ট্রাফিকে বিশ্বের বৃহত্তম মোবাইল অপারেটর