- Home
- Business News
- Other Business
- Aadhaar কর্ড নিয়ে বড় আপডেট, আধার-এর ১২টি নম্বরেই জলের মত সোজা টাকা লেনদেন
Aadhaar কর্ড নিয়ে বড় আপডেট, আধার-এর ১২টি নম্বরেই জলের মত সোজা টাকা লেনদেন
- FB
- TW
- Linkdin
আধার কার্ড
ভারতের স্বতন্ত্র সনাক্তরণ কার্ড। জন্ম থেকে মৃত্যু সবেতেই প্রয়োজনীয় আধার কার্ড।
আধার কার্ডের কাজ
ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে এই কার্ড কাজে লাগে। সরকারি প্রায় সব কাজেই লাগে আধার কার্ড। বেসরকারি কাজেও লাগে আধার কার্ড।
ব্যাঙ্কে আধার কার্ড
ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে আধার কার্ড জরুরি। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে হয়। কিন্তু আপনি জানেন কি ডেবিট কার্ড না থাকলে আধার কার্ডের মাধ্যমে তোলা যাবে টাকা।
আধারের মাধ্যমে লেনদেন
আধার কার্ড দিয়ে যে কেবল টাকা তোলা যায় তা-ই নয়, নগদ টাকা জমা দেওয়া বা টাকাপয়সার লেনদেনও করা যায়।
আধার এনেবলড পেমেন্ট সিস্টেম
ন্যাশানাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া বা NPCI ও অউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা UIDAI নিয়ে এসেছে আধার কার্ডের মাধ্যমে টাকাপয়সা লেনদেনের ব্যবস্থা। এই বিষয়টিকে বলা হয় আধার এনেবলড পেমেন্ট সিস্টিম বা AEPS।
AEPS ব্যবস্থা
AEPS ব্যব্সথার মাধ্যমে টাকা তোলা ও জমা দেওয়া যায়। পাশাপাশি টাকা অন্যকে পাঠান যায়। তবে তার জন্য প্রয়োজন ১২ সংখ্যার আধার নম্বর। সঙ্গে আধার কার্ড না থাকলেও আপনার আধার কার্ডের ১২টি সংখ্যা মনে থালকেও এই ব্যবস্থার মাধ্যমে টাকা লেনদেন করা যায়।
আধার নম্বরেই বাজিমাৎ
আধার নম্বর দিয়েই ব্যাঙ্ক বা পোস্ট অফিসে অথবা মাইক্রো এটিএমের সাহায্যে টাকাপয়সার লেনদেন করা যাবে।
টাকা লেনদেনের শর্ত
তবে আধার কার্ডের মাধ্যমে টাকা লেনদেনের শর্ত হয়েছে। প্রথমটি হল ব্যাঙ্কের সঙ্গে আধার নম্বর যুক্ত থাকতে হবেষ। যে ব্যাঙ্ক থেকে টাকা তোলা যাবে সেই ব্যাঙ্কে এইপিএস ব্যবস্থা থাকতে হবে। না হলে সংশ্লিষ্ট ব্যাঙ্কের মাইক্রে এটিএম থেকেই টাকা তুলতে হবে।
টাকা তোলার নিয়ম
টাকা তোলার জন্য প্রথমে এইপিএস সিস্টেমে বা মাইক্রো এটিমে ১২ সংখ্যার আধার নম্বরটি লিখুন। এর পর বায়োমেট্রিক অথেন্টিকেশন জরুরি। তার জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে নিজের বুড়ো আঙুলটি জোরে চাপ দিতে হবে। বায়োমেট্রিক ভেরিফিকেশনের পরেই আপনাকে টাকা তোলার অপশন দেওয়া হবে। তারপরই টাকা তোলা যাবে।
কত টাকা তোলা যাবে
এই পদ্ধতিতে দিনে ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নগদ তোলা যাবে।
নিরাপত্তা
তবে আধার কার্ডের মাধ্যমে বা আধার নম্বরের মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে নিরাপত্তার দিকটি বিবেচনা করার জরুরি।
আধার নম্বর শেয়ার নয়
আপনি কখনই কাউকে আধার নম্বরটি দেখাবেন না বা দেবেন না। তাতে সমস্যা বাড়বে ছাড়া কমবে না। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পরীক্ষার পরই নিজের আঙুলের ছাপ দিন।