- Home
- Business News
- Other Business
- SIP: মাত্র দশ হাজার টাকা ইনভেস্ট করেই হয়ে যেতে পারেন কোটিপতি? উপায় জানলে ঝাঁপিয়ে পড়বেন আপনিও
SIP: মাত্র দশ হাজার টাকা ইনভেস্ট করেই হয়ে যেতে পারেন কোটিপতি? উপায় জানলে ঝাঁপিয়ে পড়বেন আপনিও
- FB
- TW
- Linkdin
বিনিয়োগের একটি নয়া উপায় হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি (SIP)
যেখানে অল্প পরিমাণ টাকা জমিয়েই কোটিপতি হওয়ার সুযোগ থাকে যেকোনও মানুষের সামনে।
সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি
এমন একটি উপায় যেখানে কোটিপতি হওয়ার সুযোগ থাকে যেকোনও মানুষের সামনে।
পাঁচ হাজার কিংবা দশ হাজার অথবা পনেরো হাজার টাকা করেও জমাতে পারেন
সঠিক পদ্ধতি জেনে যদি ইনভেস্ট করেন, তাহলে রিটার্ন মিলবে বড় অঙ্কের।
তাছাড়া SIP-তে বিনিয়োগের জন্য মোটা অঙ্কের টাকার প্রয়োজন নেই
আপনি বিনিয়োগ শুরু করতে পারেন মাত্র ১০০ টাকা থেকেই।
আরও একটি উল্লেখযোগ্য দিক রয়েছে
সেটি হল, দীর্ঘমেয়াদী কমপাউন্ডিংয়ের সুবিধার ফলে একটি নির্দিষ্ট সময়ের পর বিনিয়োগ চড়চড়িয়ে বাড়তে থাকে।
বিশেষজ্ঞরা ঠিক কী বলছেন?
তাদের মতে, দীর্ঘমেয়াদী স্কিমে বিনিয়োগ করলে মিউচুয়াল ফান্ড থেকে নিঃসন্দেহে ১২% হারে রিটার্ন পাওয়া সম্ভব।
কেউ যদি ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার টাকার এসআইপি করেন?
তাহলে তাঁর কোটিপতি হতে ঠিক কত সময় লাগবে তা একবার জেনে নিন।
SIP ক্যালকুলেটরের হিসেব বলছে
৫ হাজার টাকার এসআইপি থেকে ১.০৭ কোটি টাকা রিটার্ন পেতে মোট সময় লাগবে ২৬ বছর। আর এই ২৬ বছরে, তাঁর মোট বিনিয়োগের পরিমাণ হবে ১৫,৬০,০০০ টাকা। অন্যদিকে, সুদ থেকে তাঁর আয় হবে মোট ৯১,৯৫.৬০ টাকা।
যদি কেউ ১০ হাজার টাকা বিনিয়োগ করেন?
তাহলে সেই ব্যক্তির কোটিপতি হতে সময় লাগবে ২০ বছর। কারণ, এসআইপি ক্যালকুলেটরের হিসেব অনুযায়ী, ২০ বছরে তিনি মোট ২৪ লাখ টাকা বিনিয়োগ করবেন। সেক্ষেত্রে ১২% হারে রিটার্ন হলে তিনি সুদ থেকে পাবেন মোট ৭৫,৯১,৪৭৯ টাকা। অতএব, সুদ এবং আসল মিলিয়ে তাঁর ঝুলিতে আসবে মোট ৯৯,৯১,৪৭৯ টাকা। অর্থাৎ, প্রায় ১ কোটি টাকা।
আবার যদি কেউ প্রতি মাসে ১৫ হাজার টাকা বিনিয়োগ করেন,
তাহলে মাত্র ১৭ বছরেই তিনি ১ কোটি টাকার মালিক হয়ে যেতে পারবেন। SIP ক্যালকুলেটর বলছে, ১৫ হাজার টাকার মাসিক এসআইপি করলে ১৭ বছরে তিনি মোট ৩০,৬০,০০০ টাকা বিনিয়োগ করবেন। ফলে, সুদ থেকে আয় হবে মোট ৬৯,৫৮,৮১২ টাকা। অতএব, সুদ এবং আসল মিলিয়ে তিনি ১ কোটি টাকার বেশি রিটার্ন পাবেন সেক্ষেত্রে।
Disclaimer: এসআইপি বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ আর্থিক ঝুঁকিসাপেক্ষ একটি বিষয়। তাই সর্বদা বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নেওয়া জরুরি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।