সংক্ষিপ্ত
- পুজোর আগেই বড় ঘোষণা করল সরকারি সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড
- প্রত্যেক কর্মীকে ৬৮,৫০০ টাকা দেওয়ার ঘোষণা করেছে এই সরকারি সংস্থা
- ২৫ অক্টোবরের আগে এই টাকা দেওয়া হবে
- উৎসবের মরশুমে এই বোনাস পাওয়ায় কর্মীরা অনেক বেশি আনন্দিত
পুজো প্রায় দোরগোড়ায় চলেই এসেছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন। এবার তার মধ্যেই বড় ঘোষণা করল সরকারি সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড। গতকালই অর্থাৎ শুক্রবার তাদের নন-এক্সিকিউটিভ কর্মচারীদের জন্য বড় ঘোষণা করেছে এই কোম্পানী ৷ এই সংস্থায় কর্মরত কর্মচারীদের জন্য সুখবর নিয়ে হাজির কোল ইন্ডিয়া। আর্থিক বছর (২০১৯-২০)র জন্য পারফরম্যান্স লিঙ্কড রিওয়ার্ড বাবদ প্রত্যেক কর্মচারীকে ৬৮,৫০০ টাকা দেওয়ার ঘোষণা করেছে এই সরকারি সংস্থা ৷
আরও পড়ুন-স্তন বড় হলেই কি বাড়ছে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি, ভ্রান্ত ধারণা নয়, জেনে নিন সঠিক কারণ...
কোল ইন্ডিয়া সংস্থার তরফে জানানো হয়েছে, সমস্ত কর্মচারীকে ২৫ অক্টোবরের আগে এই টাকা দেওয়া হবে ৷ এর ফলে সংস্থার প্রায় মোট ১৭০০ কোটি টাকা খরচ বাড়বে ৷ কোল ইন্ডিয়ার পারফরম্যান্স লিঙ্কড রিওয়ার্ড থেকে প্রায় ২.৬২ লক্ষ কর্মচারী লাভবান হতে চলেছেন ৷ শুধু তাই নয়, এর মধ্যে কোল ইন্ডিয়ার সাবসিডিয়ারি সংস্থার কর্মীরাও সামিল রয়েছেন ৷ একটানা লকডাউন ও করোনা ভাইরাস মহামারীর জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার পরেও কর্মচারীদের পিআরএল ৫.৮৭ শতাংশ অর্থাৎ ৩৮০০ টাকা বাড়িয়ে ৬৮,৫০০ টাকা করার ঘোষণা করেছে এই কোম্পানী ৷
আরও পড়ুন-গ্রিন টি না মশালা চা, ফিট থাকতে কোনটা বেশি উপকারি...
তবে এই টাকা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে এই কোম্পানীর। প্রথমত, এই টাকা কেবল সেই নন এক্সিকিউটিভ কর্মীরাই পাবেন, যারা এই আর্থিক বছরে ৩০ দিন ওয়ার্কিং ডে-তে পুরোপুরি কাজ করেছেন ৷ বৃহস্পতিবার বৈঠকে কোল ইন্ডিয়ার পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেপ্টেম্বর মাস এবং চলতি মাসেও সংস্থার প্রায় ৩২ শতাংশ গ্রোথ রয়েছে ৷ সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎসবের মরশুমে এই বোনাস পাওয়ায় কর্মীরা অনেক বেশি আনন্দিত ও উৎসাহিত হয়েছেন ৷