সংক্ষিপ্ত
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ১৮ এপ্রিল থেকে ব্যাঙ্ক খোলার সময় পরিবর্তন করেছে। এর আগে ব্যাঙ্ক খুলতে সকাল ১০টার সময়।
গ্রাহকদের সুবিধের জন্য বড় পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সোমবার থেকেই বদলে গিয়েছে ব্যাঙ্ক খোলার সময়সীমা। এবার থেকে ব্যাঙ্কের কাজ করার জন্য আরও বেশি সময় পাবেন গ্রাহকরা।
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ১৮ এপ্রিল থেকে ব্যাঙ্ক খোলার সময় পরিবর্তন করেছে। এর আগে ব্যাঙ্ক খুলতে সকাল ১০টার সময়। সোমবার থেকে ব্যাঙ্ক খুলছে সকাল ৯টায়। ব্যাঙ্ক বনধের চার দিন পরেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। তবে ব্যাঙ্ক খোলার সময়সীমা পরিবর্তন করা হলেও বন্ধের সময়সীমার কোনও পরিবর্তন করা হয়নি। অর্থাৎ আহের মতই এখনও বিকেল ৫টাতেই ব্যাঙ্কের দরজায় তালা পড়ে যাবে। রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্ত কার্যকর হবে স্টেট ব্যাঙ্কসহ ৭টি সরকারে ও ২০টি বেসরকারি ব্যাঙ্কে। রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় ব্যাঙ্কের গ্রাহকরা ব্যাঙ্কের কাজের জন্য বাড়তি এক ঘণ্টা বেশি সময় পাবে।
ব্যাঙ্কের কাজের নতুন সময়ঃ
কল, নোটিশ, টার্ম মানি- সকাল ৯টা থেকে বিকেল ৩.৩০ পর্যন্ত
সরকারি সিকিউরিটিজে মার্কেট রেপো- সকাল ৯টা থেকে বিকেল ২.৩০ পর্যন্ত
সরকারি সিকিউরিটিজে ত্রি-পক্ষীয় রেপো- সকাল ৯টা থেকে বিকেল ৩টে পর্যন্ত
বাণিজ্যিক কাগজ ও জমার সংসাপত্র- সকাল ৯টা থেকে বিকেল ৩.৩০ পর্যন্ত
কর্পোরেট বন্ড-এ রেপো- ৯টা থেকে ৩.৩০ পর্যন্ত
সরকারি সিকিউরিটিজ (কেন্দ্রীয় সরকারের সিকিউরিটিজ রাজ্য উন্নয়ন ঋণ ও ট্রেজারি বিল)- সকাল ৯টা থেকে বিকেল ৩.৩০ পর্যন্ত
বৈদেশিক মুদ্রা , ভারতীয় রুপি ফরেক্স ডেরিভেটিভস সহ ট্রেড - সকাল ৯টা থেকে বিকেল ৩.৩০ পর্যন্ত
রুপি সুদের হার ডেরিভেটিভস- ৯টা থেকে বিকেল ৩.৩০ পর্যন্ত
এর আগে দেশে ডিজিটাল অর্থনীতিতে আরও এক বড় ধরবের পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এবার থেকে দেশের সব এটিএম থেকে ডেবিট কার্ড ছাড়াই তোলা যাবে টাকা। সম্প্রতি বছরের প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি নিয়ে এমন ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এই পদ্ধতিতে এটিেম ডেবিট ও এটিএম কার্ড ছাড়াই তোলা যাবে টাকা। মূলত কোভিডকালে বেশি কাজে এই সুবিধে। এটিএম না ছুঁয়েই করা গেছে এই নগদের লেনদেন।
ব্যাঙ্কের কাজে অনেকটাই প্রযুক্তি নির্ভর। কিন্তু তাও গ্রাহকার চান ব্যাঙ্কে যেতে। বিশেষত যাঁরা প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে রয়েছেন তাঁদের ব্যাঙ্কে যেতেই হয়। আর সেই জন্য ব্যাঙ্কেক সময়সীমা যদি বেড়ে যায় তাতে সুবিধে পাবেন গ্রাহকরাই। ব্যাঙ্কের কমেছে কর্মী সংখ্যা। তাই সময় বাড়লে ভিড় কিছুটা কমবে বলেও আশা করা হচ্ছে ।
জল্পনা উস্কে দিয়ে আবারও সনিয়ার কাছে প্রশান্ত কিশোর, তিন দিনে দুবার কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক
ভারতের নতুন সেনা প্রধান মনোজ পাণ্ডে, হাতের তালুর মতই চেনেন চিনা সীমান্ত এলাকা
মঙ্গলবারে দেশে কোভিড আক্রান্তের হার কমলেও সংখ্যা নিয়ে উদ্বেগ, মৃত্যুর সংখ্যায় স্বস্তি