সংক্ষিপ্ত

রবিবার কলকাতায় একলাফে অনেকটা দাম বাড়ল সোনার। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটে হাজার টাকার বেশী দাম দাম বাড়ল সোনালি ধাতুর। হাফ সেঞ্চুরির গণ্ডি পাড় করে গেল সোনার দাম। চাপ বাড়ল আম ক্রেতার। 

একটানা দীর্ঘদিন সোনার দামের পারদ (Gold Price Today) এমনিতেই রয়েছে উর্ধ্বমুখী। গত বছরের শেষের দিক থেকে শুরু করে নতুন বছরের দ্বিতীয় মাস অর্থাৎ পেব্রুয়ারিতচেও সোনার দামের গ্রাফ মোটেই নিম্নমুখী হয়নি। মাঝে দু-একবার সোনালি ধাতুর দামে পরিবর্তন হলেও, তাতে মোটেই স্বস্তি পায় নি সাধারণ মানুষ। কারন সোনার দামের পারদ যত সামান্য নামলেও মধ্য়বিত্তের পকেটে চাপ কিন্তু অব্যাহতই থাকে। বলা বাহুল্য, ডিসেম্বর মাস জুড়ে ছিল বিয়ের মরশুম। ফের জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে ফেব্রুয়ারি মাস জুড়ে বেজে চলেছে বিয়ের সানাই। তারই মাঝে ফের মধ্যবিত্তকে অস্বস্তিতে ফেলতে একলাফে অনেকখানি দাম বাড়ল সোনালি ধাতুর। বলাই বাহুল্য, বিয়ের মরশুমে কপালে চিন্তার ভাঁজ আম ক্রেতার। ১৩ ফেব্রুয়ারি রবিবার,সপ্তাহের শেষ দিনে চড়চড়িয়ে বাড়ল সোনার দাম (Gold Price Hike)। আসুন দেখে নেওয়া যাক, আজ সোনার দাম কোথায় গিয়ে ঠেকল। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম পৌঁছেছে ৪৬ হাজার ৮০০ টাকায়, যেখানে গতকাল অর্থাৎ শনিবার সোনালি ধাতুর দাম ছিল ৪৫ হাজার ৮০০ টাকা। এক ধাক্কায় সোনার দাম হাজার টাকা বেড়ে গেল। অন্যদিকে মোটামুটি একই চিত্র দেখা যাচ্ছে ২৪ ক্যারেটেও বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে সোনার দাম। দেখুন প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম আজ কত হল (Gold Price)। ৫০ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল সোনার দামে। শনিবার যেখানে দাম ছিল ৪৯ হাজার ৯৭০ টাকা সেখানে রবিবার একলাফে ১ হাজার ৮০ টাকা পর্যন্ত বেড়ে গেল সোনার দাম। সেই হিসাবে রবিবার প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনালি ধাতুর দর রয়েছে ৫১ হাজার ৫০ টাকা। 

অন্যদিকে সোনার উর্ধ্বমুখী দামে একেবারে জেরবার কলকাতাবাসীও (Gold Price In Kolkata)। বিয়ের মরশুমে সোনার দামের উর্ধ্বমুখী পারদ পিছু ছাড়েনি কলকাতার আম ক্রেতাদেরও। সোনা কিনতে রীতিমতো হাত পুড়ছে সাধারণের। আসুন দেখে নেওয়া যায় ১৩ ফেব্রুয়ারি রবিবার শহর কলকাতায় সোনার দামের পারদ কোথায় গিয়ে পৌঁছাল। উল্লেখ্য, কলকাতাতেও একধাক্কায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম হাজারের বেশী বৃদ্ধি পেল (Gold Price Hike In kolkata)। সেই হিসাবে আজ কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৬ হাজার ৮০০ টাকা যেখানে শনিবার দাম ছিল ৪৫ হাজার ৮০০ টাকা। অন্যদিকে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনায় দাম বৃদ্ধি পেল ১ হাজার ৮০ টাকা। সেই হিসাবে আজ কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৫০ হাজারের গণ্ডি ছাড়িয়ে পৌঁছাল ৫১ হাজার ৫০ টাকায়। 

আরও পড়ুন-শেষ দুদিন কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম অপরিবর্তিত, সামান্য বাড়ল ২৪ ক্যারেটের দাম

আরও পড়ুন-সোনা কেনার সুবর্ণ সুযোগ কবে আসবে, প্রহর গুনছে মধ্যবিত্ত

আরও পড়ুন-ফের খানিকটা দাম বাড়ল সোনালি ধাতুর, মাথায় হাত মধ্যবিত্তের

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে ভ্যালেনটাইন্স উইক। এই সময় অনেকেই তাঁর প্রিয় মানুষটাকে সোনার জিনিস উপহার দেওয়ার প্ল্যান করেন। কিন্তু সোনালি ধাতুর দামের পারদ এতটাই উর্ধ্বমুখী যে ইচ্ছে থাকলেও অনেকের সেই ইচ্ছেপূরণ হয় নি। সোনার দামের গ্রাফ যদি মধ্যবিত্তের নাগালে আসে তাহলেই সাধপূরণের আশা ছিল। রাত পোহালেই ভ্যালেনটাইন্স ডে। আর ঠক তার আগের দিনই সোনার দামে পতনের লেশ মাত্র তো নেই, উল্টে এক ধাক্কায় অনেকটা দাম বৃদ্ধি পওয়ায়, ধাক্কা খেল সাধারণ ক্রেতাও।