সংক্ষিপ্ত
নমিনির নাম যোগ করার জন্য আপনাকে EPFO আর আগের মত দৌঁড়াতে হবে না বা কোনও ফর্ম ফিলআপও করতে হবে না। এই কাজটি করার জন্য লাগবে শুধু ইন্টারনেট কানেকশন। জেনে নিন কীভাবে করবেন।
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরপে বা মোদী সরকারের পক্ষ থেকে ইপিএফও অ্যাকাউন্টে ঢুকেছে সুদের টাকা। চাকুরিজীবী মানুষেদের জন্য পিএফ অ্যাকাউন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চসতি মাসের শেষ অর্থাৎ ৩১ ডিসেম্বরের মধ্যে সেই পিএফ অ্যাকাউন্টের মনিনির নাম দেওয়া বাধ্যতামূলক। প্রসঙ্গত, প্রভিডেন্ট ফান্ডে(Pf Acc) বিভিন্ন সময় বদল লক্ষ্য করা যায়। এবার বাধ্যতামূলক করা হয়েছে পিএফ অ্যাকাউন্টের সঙ্গে নমিনির নাম যোগ করাকে। অর্থাৎ আপনার যদি পিএফ অ্যাকাউন্ট(PF acc) থাকে তাহলে সেখানে অবশ্যই একজন নমিনির প্রয়োজন রয়েছে। আপনি ঠিক করবেন আপনার অ্যাকাউন্টের নমিনি কে হবে। তার জন্য অবশ্য আপনাকে কোনও ছোটাছুটি করতে হবে না। বাড়ি বসেই আপনি আপনার পিএফ অ্যাকাউন্টে নমিনির নাম যোগ করতে পারবেন(Nominee name Update)।
উল্লেখ্য, উন্নত প্রযুক্তির যুগে বাড়ি বসে সব রকম জরুরি কাজ করার সুবিধা রয়েছে। বিশেষ করে করোনা পরিস্থিতির জেরে বাড়ি বসে সব রকম চাহিদা মেটানোর প্রবণতা অনেকাংশে বেড়ে গিয়েছে। নমিনির নাম যোগ করার জন্য আপনাকে EPFO আর আগের মত দৌঁড়াতে হবে না বা কোনও ফর্ম ফিলআপও করতে হবে না। এই কাজটি করার জন্য লাগবে শুধু ইন্টারনেট কানেকশন। স্মার্টফোনের যুগে সকলের হাতেই স্মার্টফোন রয়েছে। আপনি চাইলে এই স্মার্টফোন থেকেই বাড়ি বসে পিএফ অ্যাকতাউন্টের নমিনির নাম যোগ করা বা পুরনো নাম আপডেট করতে পাবরবেন।
আসুন তাহলে জেনে নেওয়া যাক, কীভাবে আপনি আপনার পিএফ অ্যাকাউন্টের নমিনির নাম আপডেট বা নতুন নাম সংযোগ করবেন। ঘরে বসে এক ক্লিকে করে ফেলুন এই বিশেষ কাজটি। এর জন্য কয়েকটি ধাপ আপনাকে ফলো করতে হবে।
প্রথমে আপনাকে EPFO ওয়েবসাইটে যেতে হবে।
তারপর https://www.epfindia.gov.in/site_en/index.php-এ ক্লিক করতে হবে।
এরপর সেখানে থাকা সার্ভিস অপশানে ক্লিক করতে হবে।
এবার এমপ্লয়িজ সেকশনে ক্লিক করতে হবে।
সেখানে গিয়ে UAN নম্বর বা অনলাইন সার্ভিসে ক্লিক করতে হবে।
তারপর নিজের UAN আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
এবার MANAGE অপশানে গিয়ে নীচের দিকে স্ক্রল করতে হবে। সেখানে রয়েছে নমিনেশন অপশানটি
সেখানে গিয়ে YES অপশানে ক্লিক করে নিজের পরিবারের তথ্য আপডেট করতে হবে।
তথ্য আপডেট হলে এবার নমিনেশন ডিটেইলসে যেতে হবে।
এবার Save EPF nomination- এ ক্লিক করতে হবে।
পরের পাতায় গিয়ে সাইন ইন অপশানে ক্লিক করতে হবে।
তারপর রেজিস্টার মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে যেটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা।
ওটিপি ঠিক থাকলে সাবমিট বোতামে ক্লিক করতে হবে। তাহলেই নমিনেশ আপডেট হয়ে যাবে।