সংক্ষিপ্ত
দেশের বিশ্বাসযোগ্য বিমা সংস্থা বলতেই সবার আগে মাথায় আসে এলআইসি-র নাম। গ্রাহকদের কথা ভেবেই আকর্ষণীয় স্কিম নিয়ে হাজির হয় এলআইসি। এমন কিছু স্কিম এলআইসি-তে রয়েছে যেখানে মাত্র একবার ইনভেস্ট করলেই আপনি সারাজীবন পেয়ে যাবেন পেনশন। ভবিষ্যতের জন্য সুরক্ষায় সকলেই এলআইসি-তে ইনভেস্ট করে থাকেন। এলআইসি-তে ইনভেস্ট করলেন দ্বিগুণ রিটার্নও পাওয়া যায়। তবে এবার এমন এক তথ্য উঠে এসেছে যা শুনলে চমকে যাবেন আপনি। সম্প্রতি দেখা গেছে, ভারতীয় জীবনবিমা নিগম-এর তহবিলে দাবিহীন টাকা জমতে জমতে ২১ হাজার ৫৩৯ কোটিতে এসেছে। পলিসি হোল্ডারের মৃত্যুর পর দীর্ঘদিন বিমার টাকা দাবি করেনি বহু পরিবার। এবার সেই টাকা জমতে জমতেই ২১ হাজার ৫৩৯ কোটিতে এসে দাঁড়িয়েছে, এমনই তথ্য উঠে এসেছে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থাটির আইপিও-র খসড়ায়।
দেশের বিশ্বাসযোগ্য বিমা সংস্থা বলতেই সবার আগে মাথায় আসে এলআইসি-র (LIC)নাম। গ্রাহকদের কথা ভেবেই আকর্ষণীয় স্কিম নিয়ে হাজির হয় এলআইসি। এমন কিছু স্কিম এলআইসি-তে রয়েছে যেখানে মাত্র একবার ইনভেস্ট করলেই আপনি সারাজীবন পেয়ে যাবেন পেনশন। ভবিষ্যতের জন্য সুরক্ষায় সকলেই এলআইসি-তে ইনভেস্ট করে থাকেন। এলআইসি-তে ইনভেস্ট করলেন দ্বিগুণ রিটার্নও পাওয়া যায়। তবে এবার এমন এক তথ্য উঠে এসেছে যা শুনলে চমকে যাবেন আপনি। সম্প্রতি দেখা গেছে, ভারতীয় জীবনবিমা নিগম-এর (LIC) তহবিলে দাবিহীন টাকা জমতে জমতে ২১ হাজার ৫৩৯ কোটিতে এসেছে। পলিসি হোল্ডারের মৃত্যুর পর দীর্ঘদিন বিমার টাকা দাবি করেনি বহু পরিবার (Unclaimed Money)। এবার সেই টাকা জমতে জমতেই ২১ হাজার ৫৩৯ কোটিতে এসে দাঁড়িয়েছে, এমনই তথ্য উঠে এসেছে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থাটির আইপিও-র খসড়ায়।
সেবি-র ( Sebi) কাছে কর্তৃপক্ষের তরফে জমা দেওয়া ড্রাফ্ট রেড হেরিং প্রসপেক্টাস অর্থাৎ ডিআরএইচপি-তে জানানো হয়েছে, ২০২১ সালে সেপ্টেম্বর মাস পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতেই দাঁড়িয়েছে এই হিসেব। যার ফলে বর্তমানে এখন তা বেড়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। ভারতীয় জীবনবিমা নিগম-এর তহবিলে জমে থাকা দাবিহীন অর্থের (Unclaimed Money) ক্ষেত্রে সুদসহ পরিমাণ জানানো হয়েছে এলআইসি-র তরফ থেকে। ২০১৮ সালে ৩১ মার্চ এলআইসি-র (Life Insurance Corporation) পক্ষ থেকে জানানো হয়েছিল, তাদের কাছে মোট ১০ হাজার ৫০৯ কোটি টাকা দাবিদারহীন অবস্থায় পড়ে রয়েছে। তারপর ২০২০ সালে মার্চ মাস তা বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৫২ কোটিতে। এর ঠিক এক বছর পরে ২০২১ সালের মার্চ এলআইসি জানায়, তাদের তহবিলে জমা সুদ সহ দাবিদারহীন অর্থের পরিমাণ ১৮ হাজার ৪৯৫ কোটি টাকা। এবার ভারতীয় জীবনবিমা নিগম-এর তহবিলে দাবিহীন টাকা জমতে জমতে ২১ হাজার ৫৩৯ কোটিতে এসেছে।
আরও পড়ুন-রেলের নয়া উদ্যোগ, আকর্ষণীয় ছাড়ে কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটার সুবিধা
আরও পড়ুন-সপ্তাহে মাত্র ৪ দিন কাজ, আর ৩ দিন ছুটি, কোথায় পাওয়া যাবে এই সুবর্ণ সুযোগ
উল্লেখ্য, সেবির ( Sebi) নিয়ম অনুসারে, প্রত্যেক বিমা সংস্থাকে তাদের নিজ নিজ ওয়েবসাইটে এক হাজার টাকা বা তার বেশি পরিমাণ দাবিহীন অর্থ সংক্রান্ত তথ্য প্রদর্শন করতে হবে। এবং তা দশ বছর হয়ে যাওয়ার পরও চালিয়ে যেতে হবে। ওই ওয়েবসাইটের মাধ্যমে পলিসি হোল্ডার ও তার উত্তরাধিকারদের সাহায্য করার বন্দোবস্ত করার কথাও বলা হয়েছে সেবি-র নির্দেশিকায়। তবে সম্প্রতি সমীক্ষায় দেখা গেছে, ভারতীয় জীবনবিমা নিগম-এর (LIC) তহবিলে দাবিহীন টাকা (Unclaimed Fund) জমতে জমতে ২১ হাজার ৫৩৯ কোটিতে এসেছে। পলিসি হোল্ডারের মৃত্যুর পর দীর্ঘদিন বিমার টাকা দাবি করেনি বহু পরিবার। এবার সেই টাকা জমতে জমতেই ২১ হাজার ৫৩৯ কোটিতে এসে দাঁড়িয়েছে, এমনই তথ্য উঠে এসেছে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থাটির আইপিও-র খসড়ায়।