সংক্ষিপ্ত
অনলাইনে চলছিল গাঁজা ডেলিভারির ব্যবসা। আমাজন অ্যপের মাধ্যমে চলছিল ব্যবসা। সংস্থার ইডির বিরুদ্ধে মামলা মধ্যপ্রদেশ পুলিশের।
এবার আইনি কাঠগোড়ায় উঠে এল জনপ্রিয় ই-কমার্স সাইট আমাজন(Amazon)। পপুলার এই অনলাইন শপিং সাইটে বিভিন্ন সময় চলে ধামাকাদার অফার। বিভিন্ন জিনিসের ওপর আকর্ষণীয় ছাড়। কিন্তু তারই মাঝে সকলের চোখ ফাঁকি দিয়ে আমাজনে চলত মাদক পাচারের কাজ(Marijuana Sale)। অনলাইনে বিক্রি করা হচ্ছিল গাঁজা(Online Marijuana sale)। সম্প্রতি এই বিষয়টি মধ্যপ্রদেশ পুলিশের(MP) নজরে আসে। আর মধ্যপ্রদেশ পুলিশের দেওয়া প্রেস রিলিজ বা বিজ্ঞতি থেকে জানা যাচ্ছে,সুরজ ও মুকুল নামে দুই ব্যক্তি বাবু টেক্স নামে একটি ভুঁয়ো কোম্পানি চালু করে। তারপর ই-কমার্স সাইট আমাজনের কাঁধে ভর দিয়ে বিশাখাপত্তনাম(Vishakhapattanam) থেকে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হতো সেই গাঁজা। নারকোটিক ড্রাগস অ্যান্ড ফিজিওট্রপিক সাবসটেন্স বা NDPS অ্যাক্টের ৩৮ ধারায় আমাজন ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টরদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মধ্যপ্রদেশ পুলিশের(MP) তরফে জানা গেছে, ইতিমধ্যেই আমাজন মারফত গাঁজা বিক্রি চক্রের ৩ জনকে পুলিশি হেফাজতে নিয়ে নিয়েছে। জনপ্রিয় এই ই-কমার্স সাইট থেকে অন্তত এক হাজার কেজি মাদক বিক্রি করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ১০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে ৷
কাড়ি পাতার নাম করেই নাকি চলছিল গাঁজার চোরাচালান। দেশের বিভিন্ন প্রান্তে এই মাদক সরবরাহ চলত অ্যামাজনের মাধ্যমে ৷ সম্প্রতি মধ্য প্রদেশে গ্রেফতার হওয়া দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এমন চাঞ্চল্যকর তথ্যই সামনে এসেছে মধ্যপ্রদেশ পুলিশের ৷ আর তারপর থেকেই নড়েচড়ে বসে মধ্যপ্রদেশ সরকার ৷ ই-কমার্স সংস্থা অ্যামাজনের উদ্দেশ্যে কড়া বার্তা আগেই পাঠানো হয়েছিল মধ্যপ্রদেশ সরকার ৷ কিন্তু সেই হুশিয়ারিতে কাজ না হওয়ায় এবার কড়া পদক্ষেপ নিতে বাধ্য হলেন তারা ৷ অ্যামাজনের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও-কে এর আগে সতর্ক করে মধ্যপ্রদেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই মামলায় সহযোগিতা না করলে তার ফল ভুগতে হবে সংস্থার আধিকারিকদের ৷ প্রয়োজনে তাদের গ্রেফতার করাও হতে পারে বলে জানিয়েছিলেন রাজ্যের মন্ত্রী নরোত্তম মিশ্র ৷
আরও পড়ুন-Amazon Great Deal-আমাজনের দিওয়ালি বাম্পার সেল, ইলেকট্রনিক্স জিনিসে রেয়েছে ধামাকা অফার
গত রবিবার (১৪ নভেম্বর) ভিন্ড (Bhind) জেলার একটি রাস্তার ধারের খাবারের দোকান থেকে ২০ কেজি গাঁজা-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে মধ্যপ্রদেশ পুলিশ । এরপর, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তদের গাঁজা চক্রের কাহিনি শুনে রীতিমতো হতবাক হয়ে যায় মধ্যপ্রদেশ পুলিশ। তাদের বয়ান থেকেই জানা যায় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে মধ্যপ্রদেশে গাঁজা পাচার করতে অ্যামাজন ইন্ডিয়া অ্যাপটিকে হাতিয়ার বানানো হয়েছিল।