সংক্ষিপ্ত
মিউচুয়াল ফান্ড SIP-এ বিনিয়োগ করলে যে পরিমান রিটার্ন পাওয়া যায় তা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। এখানে অল্প টাকা জমিয়ে মোটা টাকা লাভের একটা সুবিধা রয়েছে। মাসে মাত্র ১০ টাকা জমিয়েও লাখ টাকা পর্যন্ত রিটার্ন পাওয়ার সুবিধা রয়েছে এই SIP-তে।
যুগের পরিবর্তন যেমন হচ্ছে তেমনই পরিবর্তন হচ্ছে নিয়মকানুনেও। যুগের সঙ্গে তাল মিলিয়ে আসছে নিত্য-নতুন জিনিসও। এক্ষেত্রে যদি সঞ্চয় বা বিনিয়োগের প্রসঙ্গ আসে তাহলে সেখানেও নানা রকমের অত্যাধুনিক পরিবর্তন লক্ষ্য করা যাবে। এমন অনেক নতুন জিনিস এসেছে যার দরুণ মানুষ আজকাল অনেক বেশী সুবিধাও লাভ করতে পাচ্ছে। বিনিয়োগের (Investment) ক্ষেত্রেও সেই রকমই একটি পদ্ধতি আজকের দিনে বেশ জনপ্রিয় হয়েছে, আর সেটি হল মিউচুয়াল ফান্ড (Mutual Fund) SIP-তে বিনিয়োগ (Investment In SIP)। ব্যাঙ্ক বা পোস্ট অফিসে টাকা সঞ্চয়ের পদ্ধতি চলে আসছে সেই আদ্যিকাল থেকে। প্রতিটি মানুষ নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিনিয়োগের মাধ্যম হিসাবে সরকারী বা রাষ্ট্রয়ত্ব সংস্থা (Bank) বা পোস্ট অফিসেই (Post Office) ভরসা রাখত। আজও সেই চিত্র একেবারে বদলে গেছে এমনটা নয়, তবে বর্তমানে ব্যাঙ্কের স্থায়ী আমানতে সুদের হার অনেকটা কমে গিয়েছে। যদিও কয়েকটি ব্যাঙ্ক সুদের হারে পরিবর্তন এনেছে। সেই সঙ্গে সিনিয়ার সিটিজেনদের ক্ষেত্রেও বিশেষ সুবিধা নিয়ে এসেছে। তবুও মিউচুয়াল ফান্ড SIP-এ বিনিয়োগ (Invest in Mutual Fund) করলে যে পরিমান রিটার্ন পাওয়া যায় তা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না।
বেশী রিটার্নের আশায় আজকের প্রজন্ম মিউচুয়াল ফান্ড SIP-এ বিনিয়োগের (Investment In SIP) দিকে বেশ খানিকটা ঝুঁকেছে। এখানে অল্প টাকা জমিয়ে মোটা টাকা লাভের একটা সুবিধা রয়েছে। মাসে মাত্র ১০ টাকা জমিয়েও লাখ টাকা পর্যন্ত রিটার্ন পাওয়ার সুবিধা রয়েছে এই SIP-তে। আপনি যদি মাসিক সঞ্চয়তে অভ্যস্ত হন তাহলে কয়েক বছরের মধ্যেই হয়ে যাবেন লাখপতি। আসুন জেনে নেওয়া যাক মিউচুয়াল ফান্ড SIP-তে বিনিয়োগের খুঁটিনাটি। আপনি যদি SIP-তে প্রতিদিন ১০ টাকা করে রাখেন তাহলে আগামী ৩০ বছরে আপনি পেয়ে যাবেন ১০ লাখেরও বেশী। SIP-দীর্ঘমেয়াদী স্কিমে ১২ শতাংশ পর্যন্ত রিটার্ন দেয় (Return Upto 12 Persent)। হিসাবটাও কিন্তু একদম সহজ। দৈনিক ১০ টাকা করে জমালে মাসে মোট জমবে ৩০০ টাকা। তাহলে প্রতি মাসে যদি ৩০০ টাকার একটি SIP করা হয় তাহলে বার্ষিক ১২ শতাংশ রিটার্ন পাওয়ার সুযোগ রয়েছে (Get Return Upto 12 Persent)। সেই হিসাবে আগামী ৩০ বছরে আপনি পাবেন ১০ লাখ। প্রসঙ্গত, মিউচুয়াল ফান্ড SIP-তে বিনিয়োগের ধরনটা হল ১.১ শতাংশ হারে বিনিয়োগ করলে পাওয়া যায় ৯.৫ লাখ টাকা।
আপনি চাইলে ৩০ বছরের সমসয়ীমা কমিয়ে ২০ বছরের জন্যও মিউচুয়াল ফান্ড SIP-তে বিনিয়োগ করতে পারেন। মাসিক ৩০০ টাকার বিনিয়োগের স্কিমে ২০ বছরে ৩ লাখ টাকার কাছাকাছি পেয়ে যাবেন। এক্ষেত্রেও ১২ শতাংশ হারেই রিটার্ন পাওয়া যাবে। বিনিয়োগের ওপর ২.৩ লাখ টাকার সুদ পাবেন বিনিয়োগকারীরা। আপনি যদি চান মাসে ৩০০ টাকার পরিবর্তে আরও কম টাকা বিনিয়োগ করতে সেটাও করতে পারেন। কারণ মিউচুয়াল ফান্ড SIP-এ বিনিয়োগের ন্যূনতম টাকার পরিমান হল ১০০ টাকা। মাসে ১০০ টাকা দিয়েও এখানে বিনিয়োগের সুবিধা পাবেন। সেক্ষেত্রেও আপনি ১২ শতাংশ হারেই রিটার্ন পেয়ে যাবেন। তবে মিউচুয়াল ফান্ড SIP-এ বিনিয়োগের ক্ষেত্রে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে যেমন মোটা টাকা রিটার্ন পাওয়া যায়, তেমন বেশ খানিকটা ঝুঁকিও কিন্তু রয়েছে।