সংক্ষিপ্ত

আগ্রহীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট aftdelhi.nic.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

শতাব্দী কর, প্রতিবেদক- আর্মড ফোর্সে চাকরির দারুণ সুযোগ! বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল আর্মড ফোর্স ট্রাইবুনাল (Armed Forces Tribunal)। আর্মড ফোর্স ট্রাইবুনালের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্টেনোগ্রাফার (Stenographer) সহ অন্যান্য পদে নিয়োগের কথা ঘোষণা করা Armed Forces Tribunal Recruitment 2021- বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল আর্মড ফোর্স, জানুন বিস্তারিত বিবরণ 
হয়েছে। আগ্রহীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট aftdelhi.nic.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
Armed Forces Tribunal Recruitment 2021: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে।  ইচ্ছুক প্রার্থীদের ৩১ জানুয়ারি, ২০২২ তারিখের রাত ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
Armed Forces Tribunal Recruitment 2021: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: আর্মড ফোর্স ট্রাইবুনাল (Armed Forces Tribunal)
পদের নাম: স্টেনোগ্রাফার এবং অন্যান্য
শূন্যপদের সংখ্যা: ২০টি
শূন্যপদের বিবরণ: 
ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার এবং চিফ অ্যাকাউন্টস অফিসার (জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ ‘এ’, গেজেটেড, নন-মিনিস্ট্রিয়াল)- ১টি পদ
ডেপুটি অ্যাকাউন্টস কনট্রোলার (জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ ‘এ’, গেজেটেড, নন-মিনিস্ট্রিয়াল)- ১টি পদ
প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি (জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ ‘এ’, গেজেটেড, মিনিস্ট্রিয়াল)- ৪টি পদ
অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার (প্রোটোকল) (জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ ‘বি’, গেজেটেড, নন-মিনিস্ট্রিয়াল)- ১টি পদ
প্রাইভেট সেক্রেটারি (জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ ‘বি’, গেজেটেড, মিনিস্ট্রিয়াল)- ২টি পদ
ট্রাইবুনাল অফিসার/ সেকশন অফিসার (জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ ‘বি’, গেজেটেড, নন-মিনিস্ট্রিয়াল)- ১টি পদ
অ্যাসিস্ট্যান্ট (জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ ‘বি’, নন-গেজেটেড, মিনিস্ট্রিয়াল)- ১টি পদ
ট্রাইবুনাল মাস্টার/ স্টেনোগ্রাফার গ্রেড-১ (জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ ‘বি’, নন-গেজেটেড, মিনিস্ট্রিয়াল)- ৫টি পদ
অ্যাকাউন্টস অফিসার (জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ ‘বি’, নন-গেজেটেড, নন-মিনিস্ট্রিয়াল)- ২টি পদ
জুনিয়ার অ্যাকাউন্টস অফিসার (জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ ‘বি’, নন-গেজেটেড, নন-মিনিস্ট্রিয়াল)- ২টি পদ
Armed Forces Tribunal Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
আবেদনে ইচ্ছুক প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ পদ্ধতি, বেতনক্রম ও অন্যান্য বিষয়ে আরও অধিক জানতে এই লিঙ্কটি https://aftdelhi.nic.in/vacancy/Vacancy_Circular_dated_13-12-2021.pdf দেখতে পারেন। 
ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীদের উল্লিখিত পদে আবেদনের জন্য আবেদন করতে পারেন।
Armed Forces Tribunal Recruitment 2021: বয়সসীমা
৩১ জানুয়ারি, ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৫৬ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত বর্গের প্রার্থীদের জন্য বয়সের ঊর্দ্ধসীমায় ছাড় দেওয়া হয়েছে।  
সম্পূর্ণ নোটিশটি পড়ার জন্য ও সরাসরি আবেদনের জন্য প্রার্থীরা এই লিঙ্কটি  https://aftdelhi.nic.in/vacancy/Vacancy_Circular_dated_13-12-2021.pdf ব্যবহার করতে পারেন।
Armed Forces Tribunal Recruitment 2021: আবেদন পদ্ধতি
•    প্রার্থীদের প্রথমে আর্মড ফোর্স ট্রাইবুনালের অফিসিয়াল ওয়েবসাইটে aftdelhi.nic.in গিয়ে উল্লিখিত পদের জন্য প্রদত্ত নির্দিষ্ট লিঙ্ক থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। 
•    এরপর বিভিন্ন তথ্য সহ আবেদনপত্রটি পূরণ করতে হবে
•    পূরণ করা আবেদনপত্র সহ প্রয়োজনীয় সার্টিফিকেট ও প্রদত্ত তথ্যের নথি প্রতিষ্ঠানে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়, ‘Principal Registrar, Armed Forces Tribunal, Principal Bench, West Block- VIII, Sector I, R.K. Puram, New Delhi- 110066’।

আরও পড়ুন: Saraswat Bank Recruitment 2021- ৩০০ শূন্যপদে অফিসার নিয়োগ করবে রাজ্যের এই ব্যাংক, আজই আবেদন করুন

আরও পড়ুন: ESI Corporation Recruitment 2021- ১,১২০ শূন্যপদে অফিসার নিয়োগ করবে দেশের এই নামী কম্পানি! আজই আবেদন করুন

আরও পড়ুন: Bank of Baroda Recruitment 2021: মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল ব্যাংক অফ বরোদা, কীভাবে আবেদন করবেন