সংক্ষিপ্ত
আগ্রহীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://wbpsc.examsonline.co.in থেকে বিস্তারিত বিবরণ পেয়ে যাবেন। কীভাবে ডকুমেন্টেশন ফর্ম সাবমিট করবেন সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
শতাব্দী কর, প্রতিবেদক- চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর! ক্লার্ক (Clerk) পদে মেগা রিক্রুটমেন্টের (Mega Recruitment) ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission)। কমিশনের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ২০১৯ সালে কমিশনের অধীনে ক্লার্কশিপের পার্ট-২ পরীক্ষায় সফল প্রার্থীদের টাইপিং টেস্টের তালিকা প্রকাশ করা হল। আগ্রহীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://wbpsc.examsonline.co.in থেকে বিস্তারিত বিবরণ পেয়ে যাবেন। কীভাবে ডকুমেন্টেশন ফর্ম সাবমিট করবেন সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
WBPSC Clerkship Verification 2019: বিশেষ ঘোষণা
মোট শূন্যপদের প্রায় ১.৪ গুন পরীক্ষার্থীর নামের তালিকা প্রকাশ করে ৯,৬৯৩ জনকে টাইপিং টেস্টের জন্য ডাকা হয়েছে। প্রার্থীদের পরীক্ষায় বসার জন্য প্রথমে ডকুমেন্টেশন ফর্ম জমা দিতে হবে।
WBPSC Clerkship Verification 2019: কীভাবে ফর্ম জমা দিতে হবে?
প্রার্থীদের নিম্ন লিখিত প্রমানপত্রের তালিকা সহ কোনও ‘এ’ গ্রুপ অফিসারকে দিয়ে সাক্ষর করিয়ে জমা দিতে হবে।
যে সকল বিষয়ের প্রমানপত্র লাগছে,
• বর্তমান সময়ের পাসপোর্ট ছবি (রঙিন)
• আধার কার্ড/ ভোটার কার্ড/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স
• মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
• মাধ্যমিকের মার্কশীট ও সার্টিফিকেট
• কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
• ওবিসি প্রার্থীদের নন-ক্রিমি লেয়ার সার্টিফিকেট
• মেধাবী খেলোয়ারদের যথাযথ সার্টিফিকেট
• প্রতিবন্ধী সার্টিফিকেট
• অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশ ফর্ম (ওয়েবসাইট থেকে প্রিন্ট করাতে হবে)
WBPSC Clerkship Verification 2019: গুরুত্বপূর্ণ তারিখ
প্রার্থীদের আগামী ৫ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে উপরে উল্লিখিত প্রমানপত্র কমিশনের ওয়েবসাইটে আপলোড না করলে তাদের নাম বাতিল করা হবে।
টাইপিং টেস্ট শুরু হবে জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির শুরু থেকে। প্রসঙ্গত বলে রাখা ভালো যে, ২০১৯ সালের ক্লার্কশিপ পরীক্ষার প্রথম পর্যায়ের ফল বেরোয় চলতি বছরের ২৪ সেপ্টেম্বর। ওই তালিকায় মোট ৬,৮৬২ জনের নাম প্রকাশ হয়। পরবর্তীতে নানা কারণ বশত ওই পরীক্ষার ফল বাতিল করে ৫৫,০৫৬ জনের নামের তালিকা প্রকাশ করে। বর্তমানে ওই তালিকা থেকে মোট ৯,৬৯৩ জনের তালিকা টাইপিং টেস্টের জন্য বাছাই করা হয়েছে।
WBPSC Clerkship Verification 2019: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের গড় নম্বর একই থাকলে পার্ট-২ তে পাওয়া নম্বর ও পার্ট-২ এর ইংরেজী বিষয়ের নম্বরের ভিত্তিতে ও বয়সের ঊর্দ্ধক্রম অনুযায়ী টেস্টের জন্য ডাকা হবে।
WBPSC Clerkship Verification 2019: শূন্যপদের সংখ্যা ও বিবরণ
উল্লিখিত পদের জন্য মোট ৭,২২৭টি শূন্যপদ রয়েছে।
জেনারেল ক্যাটাগরি- ২৯৭১টি পদ
তফসিলি জাতি- ১৪০৬টি পদ
তফসিলি উপজাতি- ৪৩০টি পদ
ওবিসি (এ) ক্যাটাগরি- ৭১৬টি পদ
ওবিসি (বি) ক্যাটাগরি- ৫০৫টি পদ
শারীরিক প্রতিবন্ধী (এল.ভি)- ১২০
শারীরিক প্রতিবন্ধী (এলডিসিপি)- ৮৯টি পদ
শারীরিক প্রতিবন্ধী (বধির)- ১০৯টি পদ
মেধাবী খেলোয়ার- ১৮৬টি পদ
তফসিলি জাতি (এলডিসিপি)-৬০টি পদ
প্রাঃসঃকঃ-৪৭৬টি পদ
প্রাঃসঃকঃ (তফসিলি জাতি)- ১৫৯টি পদ