- নন্দীগ্রামে ভোটের দিনেই ঘরে রইলেন মমতা
- রোয়াপাড়ার ভাড়া বাড়িতেই রয়েছেন তিনি
- এটাই পরিচিত ছক মমতা বন্দ্যোপাধ্যায়
- ঘরে থেকেই ভোটের ওপর নজর রাখেন তিনি
অপরিচিত মাঠে নেমে এখনও পর্যন্ত চেনা ছকের বাইরে গেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর বারোটা পর্যন্ত নিজেকে গৃহবন্দি রাখলেন। নন্দীগ্রামের রোয়াপাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়েছেন তৃণমূল নেত্রী। এদিন সকাল থেকে সেই অস্থায়ী ঠিকানাতেই থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ভয়ে তৃণমূলের এজেন্টরা বুধে বসতে পারছে না, এই খবর পেয়ে বাড়ি থেক বার হন মমতা। নন্দীগ্রামের বুথগুলি ঘুরে দেখবেন বলেও সূত্রের খবর। নির্বাচন কমিশনের কছেও সুষ্ঠুভাবে ভোট করানোর আর্জি জানিয়েছেন তিনি। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী সকাল থেকেই চষে ফেললেন নিজের ভোট কেন্দ্র গুলি।
#WATCH West Bengal CM Mamata Banerjee in Nandigram assembly constituency, as the second phase of polling for Assembly elections is underway pic.twitter.com/Rw7KGLZFCo
— ANI (@ANI) April 1, 2021
নন্দীগ্রামে প্রার্থী হওয়ার পাশাপাশি তিনি আগেই জানিয়েছিলেন ভোট পর্যন্ত সেখানেই থাকবেন তিনি। একটি জনসভায় ঘোষণাও করেছিলেন সেই কথা। তিনি বলেছিলেন ভোট করিয়েই তিনি নন্দীগ্রাম থেকে যাবেন। দোলের দিন থেকেই রোয়াপাড়ার অস্থায়ী ঠিকানেই রয়েছেন তিনি। গতকাল হুগলি ও হওড়ায় নির্বাচনী জনসভা করেন। রাতেই ফিরে আসেন নন্দীগ্রামে। তবে এদিন সকাল থেকে আর বাড়ির বাইরে যাননি মমতা। ভোটের দিনে এটাই পরিচিত ছবি। কংগ্রেস থেকে তৃণমূল গঠন করে লালবাড়ির দখল নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোনও বারই ভোটের দিন তাঁকে বাড়ির বাইরে বার হতে দেখা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই কলকাতা সংলগ্ন কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই প্রথম তিনি কলকাতার বাইরে থেকে ভোট যুদ্ধে সামিস হলেন। তবে রণক্ষেত্র পরিবর্তনের পরেই নিজের তৈরি করা মিথ ভাঙলেন না তিনি। এবারও সেই একই ছবি। তবে সূত্রের খবর তিনি নন্দীগ্রামের বুথ পরিদর্শনে বার হবেন। কিন্তু কখন? তা নিয়ে কোনও মন্তব্য করেননি তাঁর ঘনিষ্টরা। এদিন দুপুর ১টা পর্যন্ত সাংবাদিকদের সঙ্গে কথাও বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দুপুর দেড়টা নাগাদ রোয়াপাড়ার ভাড়া বাড়ি থেকে বেরিয়ে বুথের দিকে চলে যায় মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে ভোটের দিন নিজেকে গৃহবন্দি করে রাখা নতুন কিছু নয়। তৃণমূল নেত্রীর ঘনিষ্টরা জানিয়েছেন এর আগেও নির্বাচনে নিজেকে ঘর বন্দি করে রেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাড়িতে বসে ভোট পরিচালনা করেছেন তিনি। সমস্ত খরবাখর নেওয়ার পাশাপাশি দলীয় নেতা কর্মীদের প্রয়োজনীয় পরামর্শও নাকি তিনি দিয়ে থাকেন টেলিফোনের মাধ্যমে। দলীয় নেতা কর্মীদের কাছ থেকে খবর নেওয়ার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় চোখ রাখেন নিউজ চ্যানেলগুলির ওপরেও। তাই বাইরে না বার হলেও তৃণমূল নেত্রী যে সক্রিয় রয়েছেন তা তাঁর ঘনিষ্ট অনুগামীরাই জানিয়েছেন।
অন্যদিকে সম্পূর্ণ অন্য ছবি শুভেন্দু অধিকারীর। সকাল থেকেই বাইকে সওয়ার হয়ে ভোট দিতে যান। তারপর একে একে নন্দীগ্রামের বিস্তীর্ণ এলাকা ঘুরে বেড়ান। নন্দীগ্রামের রানিচকের কাছে বিক্ষোভের মুখেও পড়েন শুভেন্দু অধিকারী। তবে এদিন সকাল থেকেই আত্মবিশ্বাসী দেখাচ্ছিল তাঁকে। তিনি সাদা পাঞ্জাবি আর পায়জামা সঙ্গে গেরুয়া উত্তরীয় পরে ঘুরে বেড়ান ভোট কেন্দ্রে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছুটা সুর চড়িয়ে শুভেন্দু অধিকারী আক্রমণ করেন আক্রমণ করেন মমতাকে। তিনি বলেন এখন আর গুন্ডামি না করে আন্টি এখন সংযন দেখাচ্ছেন।
Last Updated Apr 2, 2021, 11:03 AM IST
Abhishek Banerjee
Adhir Chowdhury
Amit Shah
AsianetNews Bangla
Assembly election Updates
BJP
CPIM
Congress
Dilip Ghosh
Election Commission
Election News Live Update
Elections Update on Asianet News Bangla
Mamata Banerjee
Mukul Roy
Nandigram
Narendra Modi
Suvendu Adhikari
TMC
West Bengal Assembly Elections 2021
West Bengal Assembly Elections Live Update
West Bengal BJP
West Bengal Election With
অধীর চৌধুরী
অভিষেক বন্দ্যোপাধ্যায়
অমিত শাহ
কংগ্রেস
তৃণমূল কংগ্রেস
দিলীপ ঘোষ
নন্দীগ্রাম
নরেন্দ্র মোদী
পশ্চিমবঙ্গ বিজেপি
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১-এর খবর
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের লাইভ আপডেট
বামফ্রন্ট
বিধানসভা নির্বাচনের খবর
বিধানসভা নির্বাচনের খবর এশিয়ানেট নিউজ বাংলায়
বিধানসভা নির্বাচনের লাইভ আপডেট
মমতা বন্দ্যোপাধ্যায়
মুকুল রায়
শুভেন্দু অধিকারী
সিপিএম নির্বাচন কমিশন