দিল্লিতে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দুই হল। শুক্রবার ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে ভর্তি থাকা ইয়েমেনের এক ৬০ বছর বয়সী নাগরিকের মৃত্যু হল। ২৪ মার্চই তিনি ওই হাসপাতালে অন্য পরীক্ষা করাতে এসে সংজ্ঞা হারিয়েছিলেন। ওইদিনই তাঁকে ভর্তি করে, তাঁর করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছিল, এবং ফল আসে ইতিবাচক।
করোনাভাইরাস LIVE, দিল্লিতে মৃত্যুু বেড়ে দুই, লড়াই শেষ ইয়েমেন-এর নাগরিকের
দিনে দিনে মারাত্মক হচ্ছে পরিস্থিতি। করোনাভাইরাসে আক্রান্ত বিশ্বের ৫ লক্ষেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ২১ হাজারের গণ্ডি। আতঙ্ক বাড়িয়ে ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবারই দেশে কোভিড ১৯ সংক্রমণের ঘটনা ৭০০ পার করে গিয়েছে। আন্দামানে দেখা মিলল দ্বিতীয় করোনা আক্রান্তের। লকডাউনের পর কারফিউ ঘোষণা করতে হল রাজস্থানের জয়পুরে। এদিকে ইরানে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেল। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে -
- FB
- TW
- Linkdin
বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্ব অর্থনীতিতে চরম মন্দা আসতে চলেছে। ২০০৯ সালের বিশ্বব্যপী অর্থনৈতিক সঙ্কটের সময়ের থেকেও খারাপ সময় আসতে চলেছে। উন্নয়নশীল দেশগুলিকে সহায়তা করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হবে, বলে শুক্রবার এক অনলাইন প্রেস বিজ্ঞপ্তিতে জানান আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিভা।
শুক্রবার করোনভাইরাসজনিত কারণে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২৬,০০০ ছাড়িয়ে গেল। মৃত্যুর সংখ্যা ২৬,৩৬৮। এদের বেশিরভাগই ইউরোপের। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা বর্তমানে ৫,৭৪,৮৩৪ এ দাঁড়িয়েছে।
শুক্রবার ইতালিতে করোনাভাইরাসে জনিত কারণে ৯৬৯ দনের মৃত্যু হল। এই মহামারীটি শুরু হওয়ার পর থেকে কোনও একটি দেশে একদিনে এত মানুষের মৃত্যু হয়নি। সেই দিক থেকে দেখতে গেলে হাহাকারের রেকর্ড গড়ল ইতালি। তবে আশার কথা সেই দেশে সংক্রমণের হার নিম্নমুখী হওয়ার প্রবণতা অব্যাহত রয়েছে। ইতালিতে এই মুহূর্তে প্রায় ৮৬,৫০০ টি কোভিড-১৯ আক্রান্তের ঘটনা নিশ্চিত হয়েছে। এদিন সংক্রমণ বৃদ্ধির হার ছিল ৭.৪ শতাংশ, যা আগের দিনের (৮ শতাংশ) থেকে কম।
রাজ্যে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস। ফলে একধাক্কায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৫-তে পৌঁছল।
৫ এপ্রিল থেকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জেইই মেইন পরীক্ষা। সেই পরীক্ষাটিও স্থগিত করা হয়েছে।
স্থগিত করা হল মেডিকেল প্রবেশিকা পরীক্ষা। ৩ মে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (এনইইটি) হওয়ার কথা ছিল।
এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন-ও আক্রান্ত করোনাভাইরাসে। শুক্রবার, তাঁর করোনাভাইরাস পরীক্ষার ফল ইতিবাচক এসেছে। গত দুদিন ধরেই তাঁরর শরীরে করোনাভাইরাস সংক্রমণের হাল্কা লক্ষণ দেখা যাচ্ছিল। এমনিতে তিনি সুস্থই আছেন। গত ২৪ ঘন্টা ধরে স্ববিচ্ছিন্নতাতেই আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
১৪ এপ্রিল পর্যন্ত অন্তর্দেশীয় উড়ান পরিষেবা বন্ধ থাকবে। আগে ৩১ মার্চ পর্যন্ত উড়ান পরিষেবার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
কর্ণাটকে করোনাভাইরাসে আক্রান্ত ১০ মাসের শিশু।
১৮ মার্চ পঞ্জাবে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছিল। আর তার থেকেই রাজ্যের কয়েকশো মানুষ আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা। সংক্রমণ নিয়েই বেপরোয়াভাবে গুরে বেরান তিনি। ইতিমধ্যেই পঞ্জাবের ৩৩ আক্রান্তের ২৩ জনই তাঁর সংস্পর্শে আসা। এর জেরে একসঙ্গে কোয়ারেন্টাইনে বন্দি করা হল ১৫টি গ্রামকে।
লকডাউনের সময় রোজ ৪ লক্ষ মানুষকে খাওয়াবে দিল্লি সরকার। ঘোষণা কেজরিওয়ালের।
সাংবাদিক সম্মলনে আশ্বাস আরবিআই গভর্ণরের।
দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৭। সুস্থ হয়ে উঠেছেন ৬৬ জন।
৭৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ রেপো রেট ৯০ বেসিস কমিয়ে দেওয়া হল।
লকডাউনের সময় বাইক নিয়ে বেরনোর সাজা। কান ধরে ওঠবোস করাল পুলিশ।
রাজ্যপালেদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির।
কলকাতার অধিকাংশ স্থানেই জনমানব শূন্য কলকাতার রাজপথ। তেমনই ছবি ধরা পড়ল বিদ্যাসাগর সেতুতে।
ট্রেনের বগিতেই এবার হবে কোয়ারেন্টাইন, নতুন উদ্যোগ নিল ভারতীয় রেল, ইতিমধ্যে প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্যও হচ্ছে থাকার ব্যবস্থা।
মধ্যপ্রদেশে করোনা আক্রান্ত দ্বিতীয় ব্যক্তির মৃত্যু। বয়স হয়েছিল ৩৫ বছর।