সংক্ষিপ্ত

  • গতকালের থেকে আবারও বাড়ল দেশের দৈনিক সংক্রমণ
  • তবে এক লক্ষের নিচে রয়েছে সংক্রমণ
  • বেড়েছে মৃতের সংখ্যা
  • ২৪ ঘণ্টায় ৬ হাজার পাড় করেছে মৃতের সংখ্যা 

বুধবারের তুলনায় দেশে সামান্য বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। তবে এখনও পর্যন্ত এক লক্ষের নিচে রয়েছে সংক্রমণ। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৫২জন। 

সংক্রমণের পরিমাণ কম হলেও উদ্বেগ বাড়াচ্ছে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকেই মৃতের সংখ্যা চার হাজারের ঘরে ঘোরাফেরা করছিল৷ কিন্তু, গত ২৪ ঘণ্টায় তা ৬ হাজারের গণ্ডি পাড় করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ হাজার ১৪৮জনের। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ৫৯ হাজার ৬৭৬। আর দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯১ লক্ষ ৮৩ হাজার ১২১। 

গতকাল আড়াই হাজারের নিচে নেমেছিল দৈনিক মৃতের সংখ্যা ৷ কিন্তু, গত ২৪ ঘণ্টায় তা ৬ হাজার পেরিয়ে গিয়েছে ৷ এর জন্য দায়ি বিহারের মৃতের সংখ্যা। এতদিন বিহারে মোট মৃতের সংখ্যা ৫ হাজারের উপরে ছিল ৷ সেখানে সরকারের তরফে নতুন করে মৃতের সংখ্যা যাচাইয়ে দেখা গিয়েছে বিহারে মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ৩৭৫ জনের ৷ এর পরই বেড়ে গিয়েছে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। 

গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন  ১ লক্ষ ৫১ হাজার ৩৬৭জন। এদিকে আক্রান্তের সংখ্যা কমলেও স্বস্তিতে নেই দেশবাসী। কারণ করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে দেশে। যার কারণে দ্রুত টিকাকরণ সম্পন্ন করতে চাইছে কেন্দ্রীয় সরকার। দেশে এখনও পর্যন্ত ২৩ কোটি ৯০ লক্ষ ৫৮ হাজার ৩৬০ জন নাগরিকের টিকাকরণ সম্পন্ন হয়েছে।