সংক্ষিপ্ত

  • ভারতীয় টাকা নিয়ে আপত্তিজনক কাজ
  • অভিযুক্তর বিরুদ্ধে জাতি হিংসার উসকানি
  • যার জেরে আসরে নামে নাসিক পুলিশ
  • আপাতত পুলিশের জালে ওই অভিযুক্ত
     

একেই বলে বেশি ওস্তাদির কোমড়ে দড়ি। আর এই দড়ি এবার পড়েছে নাসিকের এক ব্যক্তি-র কোমড়ে। কারণ নিয়ে করোনা আক্রান্তের ভূমিকায় একটি টিকটক ভিডিওতে অভিনয় করতে গিয়ে টাকা দিয়ে নাক ও মুখ মুছতে থাকেন। এতেই শেষ নয় এর সঙ্গে সঙ্গে জাতি বিদ্বেষ ছড়ানোর মতো উস্কানিমূলক কথা বলতে থাকেন। ভিডিও-টে প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। 

ঘটনাটি নাসিক পুলিশের গ্রামীণ শাখার নজরে আসে। এরপর থেকেই ওই ব্যক্তি-র খোঁজ শুরু হয়। শেষমেশ বছর চল্লিশের ওই যুবককে মালেগাঁও থেকে গ্রেফতার করে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ও ১৮৮ নম্বর ধারায় ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগল দায়ের করা হয়েছে। নাসিক পুলিশও জানিয়েছে অভিযুক্তর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুক্রবার তাঁকে আদালতেও তোলা হবে। 

এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই ব্যক্তির নামে ইতিমধ্যেই বহু অভিযোগ দায়ের করা হয়েছে। সাইবার অপরাধ দমন শাখা কাজে নেমে পড়ে এবং অভিযুক্তর বিরুদ্ধে তদন্ত শুরু করে। এরপরই হাতেনাতে ওই ব্যক্তিকে ধরে ফেলে পুলিশ। শুক্রবার আদালতে ধৃত-কে পেশ করার সময় পুলিশি হেফাজতের আবেদন করা হবে বলে জানিয়েছেন এক আধিকারিক।