সংক্ষিপ্ত

কোভিডের দৈনিক সংক্রমণ গত ২৪ ঘন্টায় ফের বেড়েছে। রাজ্যে ধীরে ধীরে একেবারেই কমে এসেছিল কোভিড সংক্রমণ।  কিন্তু ফের সংক্রমণ বৃদ্ধি শুরু হয়েছে।  

কোভিডের দৈনিক সংক্রমণ গত ২৪ ঘন্টায় ফের বেড়েছে। গত ২৪ ঘন্টায় অ্যাক্টিভ কেস বাড়লেও যদিও এখনও অবধি সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রনে । রাজ্যে ধীরে ধীরে একেবারেই কমে এসেছিল কোভিড সংক্রমণ।  কিন্তু ফের সংক্রমণ বৃদ্ধি শুরু হয়েছে। গত চব্বিশ ঘন্টায় স্বাস্থ্য দফতরের বুলেটিনের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন এবার ৫৭ জন। তবে বাংলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে কেউ কোভিডের বলি হয়নি। তবু মানুষের মনে চতুর্থ ঢেউ নিয়ে আশঙ্কা বাড়ছে।

শনিবারের স্বাস্থ্য দফতরের বুলেটিনের রিপোর্ট অনুযায়ী,  রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণ আগের থেকে অনেকটাই বেড়েছে।রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন  ৫৭ জন । করোনার দৈনিক পজিটিভিটি রেট আগের থেকে বেড়ে হয়েছে ০.৬৯ শতাংশ।রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ১৮ হাজার ৮২০ জন। যদিও তার মধ্যে ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। স্বাস্থ্য দফতরের বুলেটিনের রিপোর্ট অনুযায়ী,  রাজ্যে একদিনে কোভিড মুক্ত হয়েছেন ৪৭ জন। এখন পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৭ হাজার ১৯৬ জন ভাইরাসের বিরুদ্ধে লড়ে জয়ী হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। হোম আইসোলেশনে রয়েছে ৪০৩ জন। হাসপাতালে ভর্তি ১৮ জন কোভিড পজিটিভ।

 আরও পড়ুন, আজ কি বৃষ্টি হবে কলকাতা-দক্ষিণবঙ্গে, কী বলছে হাওয়া অফিস

যদিও গোটা এপ্রিল মাসই কোভিডে মৃত্যুহীন ছিল রাজ্য। তবে মাঝে কোভিডে মৃত্যু হলেও ফের মৃত্য়ু শূন্য বাংলা। গত চব্বিশ ঘন্টায় স্বাস্থ্য দফতরের বুলেটিনের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে কোভিডের জেরে আর কোনও মৃত্যু হয়নি। এখনও অবধি বাংলায় মারণ রোগের বলি ২১ হাজার ২০৩ জন। কোভিড বিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ৮ হাজার ২৫৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও অবধি ২৫, ১৬৫, ০১৯ টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিং-র পাশাপাশি টিকাকরণও চলছে জোর কদমে। 

  আরও পড়ুন, ঘুরতে নিয়ে গিয়ে ফাঁকা বাড়িতে প্রেমিকাকে লাগাতার ধর্ষণ, ধৃত যুবক

বাংলার পাশাপাশি দেশের রাজধানী দিল্লিতে গত কয়েকদিনে সংক্রমণ পরিবর্তন হয়েছে। মনের মধ্য়ে সবার ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, চলতি বছরের মাঝপথেই কি আছড়ে পড়বে করোনার চতুর্থ ঢেউ। এই উদ্বেগের মাঝেই স্বস্তিজনক উত্তর দিয়েছে আইসিএমআর। আইসিএমআর-র তরফে জানানো হয়েছে, দেশের কোভিড গ্রাম নিয়ে খুব একটা দুঃশ্চিন্তার কারণ নেই। গবেষকদের দাবি, এই সংক্রমণের হার কোনওভাবেই চতুর্থ ঢেউ-র ইঙ্গিত নয়। তবুও কোভিড বিধি পুরোপুরি শিথিল হলেও মাস্ক ব্যবহার করতে বলছে চিকিৎসক মহল। উল্লেখ্য, তৃতীয় ঢেউয়ে ওমিক্রণে বাংলা ছেয়ে গেলেও সেভাবে মৃত্যু হয়নি। দ্বিতীয় ঢেউয়ের থেকে অনেকটাই লঘু ছিল কোভিড। তাই চতুর্থ ঢেউ নিয়েও আগের থেকে ভয় কেটেছে মানুষের মনে ।

  আরও পড়ুন, জুয়ার নেশাতেই কি সর্বশান্ত হন অর্জুন ? নিহত বিজেপির যুব নেতার বন্ধুদের বয়ান নিল সিট