করোনা থেকে বাঁচতে পুজোর আয়োজন। রাজ্যজুড়ে করোনার কামড় লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে, সংক্রমনের হাত থেকে রাজ্যবাসীকে বাঁচানোর উদ্দেশ্যে পুজোপাঠ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ক্ষীরপাই পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের এমনই ছবি মঙ্গলবার ।
- Home
- West Bengal
- Live Covid 19- হিংসা নিয়ে রাজ্যকে তোপ BJP-র, প্রশ্ন তুলেছেন রাজ্যপাল, রাজ্যে এলেন নাড্ডাও
Live Covid 19- হিংসা নিয়ে রাজ্যকে তোপ BJP-র, প্রশ্ন তুলেছেন রাজ্যপাল, রাজ্যে এলেন নাড্ডাও
ভোটের ফলাফল প্রকাশের পর থেকে রক্ত ঝরছে বিজেপির কর্মীর। বিজেপির কার্যকর্তা বেলেঘাটার বাসিন্দা অভিজিৎ সরকার খুনের পাশাপাশি বারুইপুর সহ ৯ বিজেপি কর্মী খুন হয়েছেন । এবং প্রতিবারই কাঠগড়ায় তৃণমূল। এই বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানিয়েছে বিরোধীরা এবং রিপোর্ট তলব করছে স্বরাষ্ট্রমন্ত্রক। এই পরিস্থিতিতে সামগ্রিক দিক খতিয়ে দেখতে আজই রাজ্যে আসছে জেপি নাড্ডা। কোভিডের জেরে ফের স্থগিত সামসেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কোভিড পরিস্থিতি কাটিয়ে ওঠার পরও পুরনরায় তারিখ জানাবে কমিশন। সোমবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,রাজ্যে একদিনে মৃত ৯৮ জন এবং সংক্রমণ ১৭ হাজার ৫০১ জন।
- FB
- TW
- Linkdin
বোলপুরে শকুন্তলা ভিলেজ রিসর্ট ভেঙে গুড়িয়ে দিল দুষ্কৃতীরা, অভিযোগের আঙুল তৃণমূলের দিকে, বিজেপি-র অভিযোগ, বোলপুরে তাদের নেতা গণেশ ঘোষ এই রিসর্টের মালিক, গণেশ এই মুহূর্তে পরিবার নিয়ে রাজ্য ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বলেও দাবি বিজেপি-র।
কলকাতা বিমানবন্দরে এসে পৌছলেন জেপি নাড্ডা
কোভিড রুখতে আজই রাজ্যে আসছে ৪ লাখ ভ্যাকসিন
কয়লাকাণ্ডে সাতসকালে CBI দফতরে IPS জ্ঞানবন্ত সিং
বিজেপি প্রার্থী উমেশ রাই এর অফিস ভাঙচুর । রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। দরজা-জানলা আসবাবপত্র ভাঙচুরের সঙ্গে সঙ্গে অফিসে থাকার ল্যাপটপ ও অন্যান্য প্রয়োজনীয় নথি লুট করা হয়েছে বলে অভিযোগ বিজেপি প্রার্থী । ভোটের দিন থেকেই উত্তর হাওড়ার বিভিন্ন এলাকার হিংসা ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস । ফলাফল প্রকাশ হবার পরে তা চরমে উঠেছে । একাধিক দলীয় কর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে । অধিকাংশ কর্মীরাই বাড়ি ছাড়া । ইতিমধ্যেই এই নিয়ে লিখিত লিখিত অভিযোগ করা হয়েছে স্থানীয় গোলাবাড়ি থানা ।
ভোট-পরবর্তী হিংসাতে উত্তপ্ত হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভার বিভিন্ন অঞ্চল । একাধিক দলীয় কর্মীর বাড়ি ভাঙচুর, লুঠ ও দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনা ঘটে চলেছে নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকেই । বিজেপি দলীয় কর্মী সমর্থকরা অধিকাংশই ঘরছাড়া । আতঙ্কে দিন কাটাচ্ছেন তাদের পরিবারের লোকেরা । রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের এ হামলা চালিয়েছে বলে অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের । অবশ্য গোটা বিষয় অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ।
TMC পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুনের ঘটনা তীব্র উত্তেজনা কেতুগ্রামে
হিংসার প্রতিবাদে ৫ মে দেশ জুড়ে ধরণার ডাক বিজেপির
কলকাতা এবিভিপি দফতরে হামলা, নিশানায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানাজি
কোভিডের জেরে ফের স্থগিত সামসেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কোভিড পরিস্থিতি কাটিয়ে ওঠার পরও পুরনরায় তারিখ জানাবে কমিশন।
ভোটের ফলাফল প্রকাশের পর থেকে রক্ত ঝরছে বিজেপির কর্মীর। বিজেপির কার্যকর্তা বেলেঘাটার বাসিন্দা অভিজিৎ সরকার খুনের পাপাশি বারুইপুর সহ একাধিক জায়গায় খুন হয়েছেন বিজেপি কর্মীরা। এবং প্রতিবারই কাঠগড়ায় তৃণমূল। এই বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানিয়েছে বিরোধীরা এবং রিপোর্ট তলব করছে স্বরাষ্ট্রমন্ত্রক।
নন্দীগ্রামে বিজেপি মহিলা কর্মীদের ওপর বর্বরোচিত হামলা তৃণমূল দুষ্কৃতীর, মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার বদলে তাদের উপর এভাবে নৃশংস অত্যাচার চালাচ্ছে তৃণমূল,
৫ ে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
শিয়ালদা বনগাঁ শাখা বামুনগাছি এবং দত্তপুকুর রেলস্টেশনের মধ্যেখানে রেল লাইনের উপর থেকে তাজা বোমা উদ্ধার। অল্পের জন্য বিস্ফোরণের হাত থেকে রক্ষা পেল ডাউন বনগাঁ লোকাল। এদিন সকালে ডাউন রেললাইনে বৌমা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় আশেপাশে বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থলে আসে এসে বোমটি উদ্ধার করে নিয়ে যায়।