সংক্ষিপ্ত
- জেলা জুড়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ
- সেই ঊর্ধ্বমুখী গ্রাফ দেখে চিন্তিত এবার স্বাস্থ্য দপ্তর
- এবার পরিস্থিতি মোকাবেলায় জেলাতে টাস্কফোর্স
- মজুদ অক্সিজেনের পরিমাণ খতিয়ে দেখতে অভিযান
পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। গত এক সপ্তাহে সেই ঊর্ধ্বমুখী গ্রাফ দেখে চিন্তিত স্বাস্থ্য দপ্তর। এবার পরিস্থিতি মোকাবেলায় জেলাতে মজুদ অক্সিজেনের পরিমাণ খতিয়ে দেখতে দিনভর অভিযান চালালো জেলা প্রশাসনের করোণা মোকাবেলায় গঠিত টাস্কফোর্স।
আরও পড়ুন, বেলেঘাটা ID-তে করোনা রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার, তীব্র উত্তেজনা হাসপাতালে
সোমবার বেলা ১১ টার পর ঘুরে বেড়ালেন বেশকিছু অক্সিজেন প্লান্ট এবং এজেন্সি গুলিতে। মেদিনীপুর শহরের অক্সিজেন স্টক এবং খড়গপুর শহরের সুপার গ্যাস এন্ড এমপ্লয়িজ প্রাইভেট লিমিটেড অক্সিজেন প্লান্টে ঘুরে দেখলেন অতিরিক্ত জেলা শাসক ( ভূমি ও ভূমি সংস্কার ) তুষার সিংলা, অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) পিনাকী প্রধান , জেলা উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর ষড়ঙ্গী। কোথায় কতখানি সরবরাহ করছে এই সংস্থাগুলি তার তালিকা খতিয়ে দেখেন। স্বাস্থ্যপরিসেবা ছাড়া অন্য কোথাও অক্সিজেন সরবরাহের জন্য বারণ করা হয়েছে এদিন। অতিরিক্ত জেলা শাসক তুষার সিংলা জানিয়েছেন-'জেলাতে অক্সিজেন কতটা মজুত রয়েছে, কেমন সরবরাহ হতে পারে, তার স্টক দেখার জন্যই এই অভিযান হয়েছিল। জেলাতে এই মুহূর্তে অক্সিজেন পর্যাপ্ত রয়েছে সমস্যা নেই।'
আরও পড়ুন, 'কমিশন-BJP-র টিয়া-ময়না', কোভিড ইস্যুতে মাদ্রাজ কোর্টের মন্তব্যকে সায় দিতেই নিশানায় মমতা
প্রসঙ্গত, সপ্তম দফার ভোটে কোভিডে বাংলার অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে। কোভিড বিধি মেনে বুথে যেতে বলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে ইতিমধ্যেই ভারতের ৫ রাজ্য় থেকে বিমানযাত্রীদের জন্য আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। তার উপর দেশ জুড়ে অক্সিজেনের হাহাকার। এমনইসময় পশ্চিমবঙ্গে অক্সিজেন সরবারহ অব্যহত রাখতে চালু করা হয়েছে ২৪ ঘন্টার কন্ট্রোল রুম স্বাস্থ্যভবনে। রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,রাজ্যে একদিনে মৃত ৫৭ জন এবং সংক্রমণ ১৫ হাজার ৮৮৯ জন। পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ৫৭ জন এবং এর মধ্যে কলকাতায় একদিনে মৃত্যু সংখ্যা ১৮ জন। কলকাতায় মোট মৃতের সংখ্যা ৩,৩১৩। ওদিকে উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ১৫ জনের।