সংক্ষিপ্ত
- টসে জিতল ইংল্যান্ড
- আগে ব্যাট করতে ডাকল অস্ট্রেলিয়াকে
- ইংল্যান্ড দল এদিন অপরিবর্তিত
- অস্ট্রেলিয়া দলে হল দুটি পরিবর্তন
লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিলেন ইংরেজ অধিনায়ক অইন মর্গান। এদিন লন্ডনের আকাশ মেঘে ঢাকা। কাজেই শুরুতে পিচে বল নড়াচড়া করবে বলেই মনে করা হচ্ছে। পিচে সামান্য ঘাসের পরত থাকলেও তার তলায় পিচ একেবার শুকনো।
ইংরেজ অধিনায়ক জানিয়েছেন, উইকেট দীর্ঘক্ষণ ঢাকা ছিল। তাই প্রথমে বোলাররা শুরুতে সাফল্য পাবেন বলেই মনে করছেন তিনি। ম্যাচের পরের দিকে সূর্য উঠলে উইকেট শুকিয়ে গিয়ে ব্যাটিং করা সহজ হয়ে যেতে পারে বলে আশা তাঁর।
এদিন ইংল্যান্ড তাদের প্রথম একাদশ অপরিবর্তিতই রেখেছে। তবে অস্ট্রেলিয়া দলে হয়েছে দুটি পরিবর্তন। অ্যাডাম জাম্পা ও কুল্টার নাইলের বদলে এদিন প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন নাথান লিয়ন ও জেসন বেহরেনডর্ফ।
দেখে নেওয়া যাক এই দিনের দুই দলের প্রথম একাদশ
অস্ট্রেলিয়া
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, উসমান খোয়াজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, অ্যালেক্স কেরি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জেসন বেহরেনডর্ফ।
ইংল্যান্ড
জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, অইন মর্গান, বেন স্টোকস, জস বাটলার, মইন আলি, ক্রিস ওকস, মার্ক উড, জোফ্রা আর্চার, আদিল রশিদ।