সংক্ষিপ্ত

  • আজ আইপিএল ২০২০-এর দ্বিতীয় ম্যাচ
  • মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস এবং কিংস ইলেভেন পাঞ্জাব
  • মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে পাঞ্জাব
  • আজ হিসেব বদলাতে চাইবে শ্রেয়স আইয়ারের দিল্লি
     

কালকে আইপিএলের প্রথম ম্যাচে দেখা গিয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে লড়াই গড়িয়েছিল ম্যাচের শেষ ওভার অবধি। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ফ্যাফ দু প্লেসিসের ঠান্ডা মাথার ইনিংসের দৌলতে ৫ উইকেটে জয় পায় চেন্নাই। আজকে আইপিএলের দ্বিতীয় ম্যাচে কে এল রাহুলের পাঞ্জাবের পাঞ্জাবের মুখোমুখি হবে শ্রেয়স আইয়ারের দিল্লি। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হালকা ঘাসের উইকেটে গেইল মাক্সওয়েলদের কিভাবে থামাবেন ইশান্ত শর্মা, কাগিসো রাবাদার তা জানতে আগ্রহী ক্রিকেট ভক্তরা। 

এমনিতে মুখোমুখি সাক্ষাতের দিক দিয়ে দেখতে গেলে দুই পক্ষের মধ্যে এডভান্টেজ কিন্তু পাঞ্জাব। দুই পক্ষের মধ্যে আইপিএলের শুরু থেকেই যখন দিল্লির অধিনায়ক ছিলেন সেওবাগ এবং পাঞ্জাবে চলছিল 'যুবি-রাজ' তখন থেকেই হাড্ডাহাড্ডি মোকাবিলা হয়ে আসছে। মোট ২৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে দিল্লি এবং পাঞ্জাব। এই ২৪ বারের মধ্যে দিল্লি জয় পেয়েছে ১০ বার। ১৪ বার বাজি মেরেছে প্রীতি জিন্টার পাঞ্জাব। 

সাম্প্রতিক পরিসংখ্যানও কথা বলছে পাঞ্জাবের হয়ে। শেষ ৫ বারের সাক্ষাতে ৪ বারই জয় পেয়েছে কে এল রাহুলের পাঞ্জাব। শ্রেয়স আইয়ারের দিল্লি জয় পেয়েছে মাত্র ১ বার। 

কিংস ইলেভেন পাঞ্জাব বনামদিল্লি ক্যাপিটালস
২৪মোট ম্যাচ২৪
১৪জয়১০
১০হার১৪
২০২সর্বোচ্চ স্কোর২৩১
১৪৩গড় স্কোর ১৪১