সংক্ষিপ্ত
- করোনার থাবা অব্যাহত ক্রিকেট মহলে
- একাধিক ক্রিকেটার হারাচ্ছেন প্রিয় জনকে
- এবার করোনায় প্রয়াত হলেন আরপি সিংয়ের বাবা
- পিতৃহারা হয়েছে পীযুষ চাওলা ও চেকন সাকারিয়াও
করোনা ভাইরায়ের দ্বিতীয় ঢেউয়ে দেশের অবস্থা ক্রমশ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হয়ে উঠছে। কিছুতেই লাগাম টানা যাচ্ছে না পরিস্থিতিতে। দৈনিক সংক্রমণ মাঝে ২ দিন কমলেও মঙ্গলবার ফের সাড়ে তিন লক্ষের দোরগোড়ায়। একদিনে মৃতের সংখ্যা ৪২০০ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে ক্রীড়া জগতেও নিজের মারণ থাবা অব্যাহত রেখেছে কোভিড ১৯। এবার করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রাক্তন ভারতীয় পেস বোলার আরপি সিংয়ের বাবা।
আইপিএল বন্ধ হওয়ার আগেই করোনা আক্রান্ত হন আরপি সিংয়ের বাবা শিব প্রসাদ সিং। বাবার খবর পেয়ে আইপিএল-এর ধারাভাষ্য ছেড়ে বাড়ি ফিরে যান আর পি সিং। হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ধীরে ধীরে অবস্থার অবনতি হতে থাকে সিব প্রসাদ সিংয়ের। অবশেষে শেষ রক্ষা হল না। প্রয়াত হলেন আরপি সিংয়ের বাবা। ভর্তি ছিলেন লখনউয়ের এক হাসপাতালে। বাবার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় সেই কথা জানান ও সকলকে বাবার আত্মার শান্তি কামনা করতে বলেন।
বিগত কয়েক দিনে একের পর এক ক্রিকেটার তাদের প্রিয়জনকে হারাচ্ছেন। রবিবার প্রয়াত হন রাজস্থান রয়্যালসের পেস বোলার চেতন সাকারিয়ার বাবা। সোমবার প্রয়াত হন পীযুষ চাওলার বাবা। পিযূষ চাওলার বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন আরপি সিংও। এবার নিজেই পিতৃহারা হলেন আরপি সিং। সকলেই প্রয়াত হয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ক্রিকেট মহল।